সহ্যসীমা ছাড়িয়ে বাবা-মা তুলে অপমান, ‘অহংকারী’ সুদীপাকে ফের ধুয়ে দিলেন অরিত্র

“অরিত্র কে? ও জীবনে কী করেছে যে ওর কথা আমায় শুনতে হবে?”, প্রশ্নকত্রী বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। যাকে সকলে রান্নাঘরের রানী নামে চেনেন। আর অরিত্র দত্ত বণিক (Aritra Dutta Banik)? ২০০০ এর দশকে ছোট্ট অরিত্র দেব, মিঠুন চক্রবর্তী, জিতদের ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন। দুই তারকার বাদানুবাদকে কেন্দ্র করে এখন সরগরম সোশ্যাল মিডিয়া।

ঘটনার সূত্রপাত সুইগি ডেলিভারি বয়দের নিয়ে সুদীপার একটি পোস্টকে কেন্দ্র করে। যাকে কেন্দ্র করে আর পাঁচটা নেটিজেনের মত অরিত্রও সুদীপাকে এক হাত নিয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন তার অহংকারী মানসিকতা নিয়ে। আর তাতেই কার্যত চটে বোম হয়ে গেলেন সুদীপা। টিভি ৯ বাংলার কাছে দম্ভের সুরে প্রশ্ন করলেন, ‘‘অরিত্র জীবনে কী করেছে যে ওর কথা আমায় শুনতে হবে?”

SUDIPA CHATTERJEE

এমনকি তার পরিবার টেনে রান্নাঘরের রানী বলেন, “আমি যতদূর জানি অরিত্র যখন ছোট ছিল তখন ট্র্যাফিক পুলিশ গাড়ি আটকালে ওর বাবা-মা’ই বলতেন ভেতরে অরিত্র আছে। আর তা ছাড়া ও কে? কী করেছে জীবনে যে ওর কথা শুনতে যাব? বড়দের সম্মান দিতে জানে না। আমরা কিন্তু কখনওই আমাদের আগের প্রজন্মের সঙ্গে এভাবে কথা বলার সাহসটুকু পর্যন্ত পাইনি।”

সুদীপা আরও বলেন, “আসলে ও তো এখন কিছু করে না, তাই আমার মনে হয় আমার নামটাকে নিয়ে যদি একটু পেজটা সক্রিয়তা বাড়াতে পারে সেই কারণেই ওসব লিখেছে ও।” অবশ্য অরিত্রকে নিয়ে সুদীপার মন্তব্য নেটিজেনদের চোখে তাকে আরও দাম্ভিক এবং অহংকারী হিসেবেই তুলে ধরেছে। এদিকে অরিত্রও আর চুপ করে রইলেন না। ফেসবুকে লাইভে এসে যোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করলেন তিনিও।

অরিত্র সুদীপাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সুদীপা যদি এমন কোনও প্রমাণ দেখাতে পারেন যেখানে তিনি অভিনেতা হওয়ার সুযোগ নিয়েছেন তাহলে তা যেন দেখানো হয়। অরিত্র এও জানিয়েছেন তার বাবা, ঠাকুর্দা সকলেই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তার মা উচ্চশিক্ষিতা এবং তার নিজস্ব ব্যবসা আছে।

অরিত্র বলেছেন তার পরিবারের কাছে টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু তার বাবা-মা সমাজের প্রত্যেকটি মানুষকে সম্মান করতে শিখিয়েছেন। দারোয়ান থেকে সুইগি বয়, ঝাড়ুদার প্রত্যেক মানুষই সম্মানের যোগ্য। সমাজের প্রত্যেকটা মানুষকেই সম্মান করা উচিত, নিজের থেকে বয়সে বড় সুদীপাকে এমনই পরামর্শ দিয়েছেন অরিত্র।