জি বাংলার (Zee Bangla) ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) সঙ্গে জড়িয়ে আছে দর্শকদের দীর্ঘ ১০ বছরের নানা স্মৃতি। বিগত ১০ বছর ধরে ডান্স বাংলা ডান্সের মঞ্চ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাদের তুলে এনেছে। এখানে শুধু প্রতিযোগিতা নয়, দর্শকদের বিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা থাকে। ডান্স বাংলা ডান্সের প্রতিযোগীদের পাশাপাশি খুদে সঞ্চালকরাও কিন্তু তারকা বনে যান।
এই ডান্স বাংলা ডান্সের সঞ্চালক হয়ে নজর কেড়েছেন ঐন্দ্রিলা সাহা, অরিত্র দত্ত বনিকরা (Aritra Dutta Banik)। তবে গত সিজন থেকে অবশ্য ডান্স বাংলা ডান্সের সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তবে টিআরপি তালিকা বলছে ডান্স বাংলা ডান্সের নতুন এই সিজন দিদি নাম্বার ওয়ানের কাছে পিছিয়ে পড়ছে।
এরই মধ্যে শোনা গেল ডান্স বাংলা ডান্সের নাকি সঞ্চালকের মুখ বদল হতে চলেছে। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে বিদায় নিতে চলেছেন অঙ্কুশ হাজরা। তার বদলে নতুন সঞ্চালক হয়ে আসছেন ডান্স বাংলা ডান্সের পুরনো সঞ্চালক অরিত্র দত্ত বণিক। এই খবর শুনেই তো মাথায় হাত অঙ্কুশের ভক্তদের।
রাতারাতি কেন অঙ্কুশকে ডান্স বাংলা ডান্স থেকে সরানো হল? একজন দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি সঞ্চালক হিসেবেও অঙ্কুশ তার দক্ষতার প্রমাণ রেখেছেন। ডান্স বাংলা ডান্স এর মঞ্চ তিনি তার সহজ সরল হাস্যকৌতুক দিয়ে মাতিয়ে রেখেছেন সব সময়। তাকে সঞ্চালক হিসেবে বেশ পছন্দ করেন দর্শকরা।
আসলে হোলি স্পেশাল এপিসোড উপলক্ষে মাত্র দুদিনের জন্য ডাক পড়েছে অরিত্রর। এই দুদিন তিনিই সঞ্চালনার ভার সামলাবেন। তারপর আবার অঙ্কুশ ফিরবেন তার নিজস্ব মঞ্চে। সোশ্যাল মিডিয়াতে অরিত্র সম্প্রতি এই সুখবরটি শুনিয়েছেন। এত বছর বাদে আবার চেনা মঞ্চে ফিরতে পেরে তিনি ভীষণ খুশি।
রিয়েলিটি শো থেকে ডাক পেয়ে অরিত্র দত্ত বনিক খুশিমনে সোশ্যাল মিডিয়াতে তার মনের ভাব প্রকাশ করেছেন। এই রিয়েলিটি শোয়ের সঙ্গে তার বহু পুরনো দিনের নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। বিশেষ করে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের বন্ধুত্ব তাকে একজন সঞ্চালক হিসেবে নতুন জন্ম দিয়েছিল এই মঞ্চে। সেই স্মৃতি তিনি ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।