‘কেন দাড়ি কাটেন না আপনি’, অরিজিৎ সিংয়ের উত্তর জিতে নিল দর্শকের মন

বাংলার গায়ক অরিজিত সিংয়ের (Arijit Singh) গানের সুনাম ছড়িয়ে রয়েছে আসমুদ্রহিমাচলে। কিশোর কুমার, কে কে, হেমন্ত মুখোপাধ্যায়দের মত কিংবদন্তি গায়ক এর সঙ্গে আজ উচ্চারিত হয় তার নাম। মাত্র ৩৫ বছরে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার সুরের জাদুতে মুগ্ধ গোটা সংগীত জগত। তবে শুধু অসাধারণ গায়কীর দরুণ নয়, এত বড় মাপের তারকা গায়ক হওয়া সত্বেও তার একেবারেই সাধারণমানের জীবনযাপন কার্যত ভক্তদের আরও বেশি আকৃষ্ট করে।

টলিউড, বলিউড এবং অন্যান্য ভাষা মিলিয়ে মিশিয়ে বহু গান গেয়েছেন অরিজিত। প্রেম হোক বা বিরহ, অরিজিতের গান সব সময় শ্রোতাদের মন ছুঁয়ে গিয়েছে। এহেন তারকা গায়ক ছবি এবং অ্যালবামের প্লেব্যাক গেয়ে ও বিভিন্ন স্টেজ পারফরম্যান্স করে কোটি টাকা উপার্জন করেন। কিন্তু খ্যাতির শীর্ষে পৌঁছেও নিতান্তই সাধারণ মানুষ তিনি। তারকা সুলভ ট্যাবু নেই তার মধ্যে, সাধারণের ভিড়ে মিশে থাকতেই তিনি পছন্দ করেন।

একমুখ হাসি, কোন নামিদামি ব্র্যান্ডের নয়, একেবারেই সাধারণ পোশাক, উস্কোখুস্কো চুল আর এক মুখ দাঁড়ি নিয়েই মঞ্চ কিংবা ক্যামেরার সামনে অবলীলায় এসে উপস্থিত হন অরিজিৎ সিং। সবসময় কেন এক মুখ দাড়ি রাখেন তিনি? ব্যস্ততা নাকি এর নেপথ্যে রয়েছে আর কোনও কারণ? কপিল শর্মা শো’তে ক্যামেরার সামনে কপিলের এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল অরিজিৎ সিংকে। প্রশ্নের উত্তরে তিনি জবাব দিলেন তাতে চমকে উঠলেন নেটিজেনরা।

অরিজিৎ প্রথমে কপিল শর্মার প্রশ্ন শুনে হেসে ফেলেছিলেন। তারপর কোনওমতে হাসি চেপে তিনি বলেন, “এটা আমার সিক্রেট কিন্তু আজ সকলের সামনে বলব আমি। আমি মুম্বাইতে দাড়ি কাটি না, যখন জিয়াগঞ্জে চলে যায় তখন দাড়ি কাটি। মুম্বাইতে দাড়ি কাটতে অনেক বেশি টাকা লাগে!” অরিজিতের কথা শুনে উপস্থিত সকলেই হেসে ওঠেন।

এত বড় মাপের একজন গায়ক, তার নাকি টাকার অভাব! দাড়ি কামানোর পয়সা নিয়েও ভাবতে হয় তাকে! অরিজিতের এই নিতান্তই সাদাসিধা জবাব এক লহমায় ভক্তদের মন কেড়ে নিয়েছে আবারও। কোনওরকম দেখনদারি তার স্বভাবে নেই। ৫০-১০০ টাকার জন্যেও তিনি দীর্ঘদিন দাড়ি না কেটে অপেক্ষা করতে পারেন! তার এমন Down-To-Earth স্বভাবের কারণেই তিনি সবার কাছে এত বেশি প্রিয়।