কার সাথে প্রেম করছে ‘অপরাজিত অপু’, রইলো সুস্মিতার প্রেমিকের আসল পরিচয়

জি বাংলার “অপরাজিতা অপু” ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের উন্মাদনা প্রবল। দিন প্রতিদিন এই ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ছে। বর্তমানে টিআরপির দৌড়ে ৩ নম্বর অবস্থানে পৌঁছে গিয়েছে “অপরাজিতা অপু”। স্বাধীনচেতা, সাহসী, প্রতিবাদী অপুকে পিছিয়ে রাখবে, এমন সাধ্যি কার? ধারাবাহিকের গল্পের প্লট কার্যত দর্শকের মন ছুঁয়ে গিয়েছে। মাত্র কয়েক মাসের মধ্যেই তাই টপ ৩ এ পৌঁছে গিয়েছে “অপরাজিতা অপু”।

এই ধারাবাহিকে প্রধান চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি অভিনেত্রী সুস্মিতা দে। এই অভিনেত্রী আদতে একজন মডেল। সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রভূত জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী। হয়েছেন “মিস বিউটিফুল”! কলকাতার “মিস বিউটিফুল” ধারাবাহিকের চিত্রনাট্যের প্রয়োজনে পর্দায় প্রেম করছেন তার সহ-অভিনেতা রোহন ভট্টাচার্যের সঙ্গে। তবে জানেন কি অভিনেত্রী কিন্তু ইতিমধ্যেই বাস্তব জীবনেও তার মনের মানুষের খোঁজ পেয়ে গিয়েছেন!

সুন্দরী এই অভিনেত্রীর মনের মানুষটিও সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। তবে অনস্ক্রিন নয়, সুস্মিতার প্রেমিক পর্দার আড়ালে থেকেই কাজ করেন। তার নাম অনির্বাণ রায়। অনির্বাণ রায় একজন ইভেন্ট ডাইরেক্টর। বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট এবং ফ্যাশন শো ডাইরেক্ট করে থাকেন অনির্বাণ। বিনোদন জগতই অনির্বাণ এবং সুস্মিতাকে কাছাকাছি নিয়ে এসেছে।

শোনা যাচ্ছে, অনির্বাণ এবং সুস্মিতা দীর্ঘদিন ধরেই প্রেম সম্পর্কে আবদ্ধ। এই দুই জুটি কিন্তু এখনও সরাসরি নিজেদের প্রেম নেটিজেনদের সামনে স্বীকার করে নেন নি। তবে তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই বোঝা যায় তারা একে অপরকে কতটা ভালবাসেন। বিগত বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ এবং সুস্মিতাকে একত্রে দেখা যাচ্ছে। যার ফলে তাদের সম্পর্ককে কেন্দ্র করে নেটদুনিয়ায় জল্পনা ছড়াচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, “অপরাজিতা অপু” সুস্মিতা দের ফিল্মি কেরিয়ারের প্রথম ব্রেক। প্রথম ধারাবাহিকেই বাজিমাত করে ফেলেছেন অভিনেত্রী। সুন্দরী এবং মিষ্টি এই অভিনেত্রীর অভিনয়ও দর্শক বেশ পছন্দ করছেন। দিন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার্স বেড়েই চলেছে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য মুখিয়েই থাকেন অনুরাগীরা। তাই তো সুস্মিতার মনের মানুষের সম্পর্কে জানার জন্যেও এতদিন অপেক্ষা করছিলেন তারা।