Arjun Chakraborty In Anurager Chhowa : টলিউড (Tollywood) -এ এখন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) বেশ জনপ্রিয় নাম। তিনি ওয়েব সিরিজ থেকে সিনেমা সর্বত্রই নিজেকে প্রমাণ করে চলেছেন। এর আগে অভিনয় করেছেন ধারাবাহিকে। অনেক দিন পরে আবার ছোট পর্দায় কামব্যাক করছেন এই অভিনেতা। স্টার জলসা (Star Jalsha) -র জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) -তে দেখা যাবে অর্জুনকে। কিন্তু জানেন কী নেগেটিভ নাকি পজেটিভ চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে? চলুন জেনে নিই।
Arjun Chakraborty In Anurager Chhowa
২০১০ সালে ছোট পর্দার মাধ্যমেই অভিনয়ে আত্মপ্রকাশ ঘটেছিল অর্জুন এর। স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক ‘গানের ওপারে’-র মাধ্যমে অর্জুন ও মিমি চক্রবর্তীর অনস্ক্রিন রসায়ন সকলের নজর কেড়েছিল। ‘গানের ওপারে’ ধারাবাহিকের পর পুপে ওরফে মিমি চক্রবর্তীকে কোনও ধারাবাহিকে দেখা যায়নি।
তবে অর্জুন চক্রবর্তী ‘জামাই রাজা’ নামে জি-বাংলায় একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এরপর টানা ছয় বছর ধরে বড়পর্দায় আর ওয়েব সিরিজেই কাজ করেছেন এই অভিনেতা। আর এবার ছোট পর্দায় সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন অর্জুন। ‘অনুরাগের ছোঁয়া’-য় নতুন সংযোজন হতে চলেছে অর্জুনের অভিনয়। ইতিমধ্যেই একটি প্রমো প্রকাশ্যে এসেছে।
এই প্রমোতে দেখা যাচ্ছে টেবিলের ওপর ডিভোর্স পেপার রেখে লাবণ্য দীপাকে বলছে ‘সবার ভালোর জন্য তোমাদেরআলাদা হতে হবেই দীপা।’এরপর দেখা যায় নিরুপায় হয়ে সূর্য-দীপা সুজনেই ডিভোর্স পেপারে সই করে দিয়েছে। তারপরের দৃশ্যেই দেখা যায় একজন নতুন নায়ক হাতে গিটার নিয়ে গানের সুর তুলছেন। আর বলছেন ‘আমাদের দীপা কোথায় ? ও আসবে তো এই রিইউনিয়নে? ও না আসলে এই ডুয়েট কমপ্লিট হবে কি করে?’
আর এই নতুন নায়ক হলেন জনপ্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তী। তবে এই প্রমো প্রকাশ্যে আসার পর অনেকেই মনে করছেন দীপার দ্বিতীয় হিরো হিসেবে এন্ট্রি নিলো অর্জুন। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে অর্জুনকে এক চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। তার সঙ্গে এও মনে করা হচ্ছে অভিনেতাকে এখানে পজেটিভ চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন : Alor Kole সিরিয়ালের খলনায়িকা হতে আসছেন ‘অনুরাগের ছোঁয়া’র এই অভিনেত্রী
আরও পড়ুন : অনস্ক্রিন ভাসুরের সঙ্গে প্রেম? পর্দার বাইরে সত্যিই প্রেম করছে ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য-উর্মি?
কিন্তু অন্যদিকে, আমরা আগেই জানি অনুরাগের ছোঁয়া হলো একটি তামিল ধারাবাহিকের বাংলা রিমেক। তামিল ধারাবাহিক কার্তিক দিপমে দেখা গিয়েছিল অর্জুনের চরিত্রটি সেখানে নেগেটিভ চরিত্র ছিলো। মিশকার সঙ্গে হাত মিলিয়ে দীপা আর সূর্যের বিরুদ্ধে চক্রান্ত করবে এই অর্জুন চরিত্রটি। এখন আগামী পর্ব গুলোই বলতে পারবে অর্জুনকে কোন চরিত্রে দেখা যাবে।