নজরুল মঞ্চ কেড়েছিল কেকের প্রাণ, সেই মঞ্চেই গায়ককে শেষ সম্মান দিলেন অনুপম, রইল ভিডিও

বলিউড (Bollywood) গায়ক কেকের (K K) শেষ পারফরম্যান্স ছিল কলকাতার নজরুল মঞ্চে। এই মঞ্চে গান গাইতে গাইতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তারপর থেকেই কার্যত বিতর্কের শীর্ষে অবস্থান করছে কলকাতার এই মঞ্চ। কেকের অকালপ্রয়াণের কারণ হিসেবে অনেকে দায়ী করছেন নজরুল মঞ্চকেই। মঙ্গলবার রাতে তার মৃত্যুর পর শুক্রবার বাঙালি গায়ক অনুপম রায়ের (Anupam Roy) পারফরমেন্সের আয়োজন রাখা হয়েছিল সেখানে।

যে নজরুল মঞ্চের অব্যবস্থা, অতিরিক্ত ভিড়, খারাপ এসির কারণে কেকে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে, শুক্রবার সেই মঞ্চে উঠেছিল ‘দ্য অনুপম রায় ব্যান্ড’। এদিনের অনুষ্ঠানে অনুপমের চেহারায় মনখারাপ স্পষ্ট ধরা পড়েছে। ‘আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে’ গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গান গাইতে গাইতেই কেকে-কে তারই গাওয়া গানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন বাংলার এই গায়ক।

গান গাওয়ার মাঝে অনুপম বলে ওঠেন, ‘‘মনে পড়ে যাচ্ছে দু’দিন আগের রাত। যখন হাসপাতাল পৌঁছে শুনলাম উনি আর নেই। আমরা সেই শিল্পীর জন্য নীরবতা পালন করতে পারি কি?’’ দর্শকরা সমস্বরে চিৎকার করে তাকে সমর্থন জানান। এরপর স্টেজের পর্দায় ফুটে ওঠে কেকের ছবি। গায়কের সঙ্গে সকলে এক মিনিট নীরবতা পালন করেন।

অনুপম এরপর কেকের গাওয়া ‘হাম রাহে ইয়া না রাহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’ গানটি গেয়ে নীরবতা ভাঙলেন। মুহূর্তের মধ্যেই আবেগাপ্লুত হয়ে পড়ে গোটা অডিটোরিয়াম। দর্শকরা হাততালি দিয়ে ওঠেন। দর্শকরা অনুপমের সঙ্গে গলাও মিলিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই ভিডিওটি।

গত ৩১শে মে নজরুল মঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন কেকে। এটাই ছিল তার শেষ স্টেজ পারফরম্যান্স। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।