শাহরুখও নয় সলমানও নয়, সর্বাধিকবার বলিউডের সেরা অভিনেতা হয়েছেন এই ব্যাক্তি

একবার নয় দুবার নয় টানা ৩৪ বার! সর্বাধিকবার বলিউডের সেরা অভিনেতা হয়েছেন এই ব্যাক্তি

Best Bollywood Actor : অভিনয়ের স্বপ্ন নিয়ে টিনসেল নগরী তথা বলিউড (Bollywood) পা রেখেছেন একাধিক তারকা। তাদের মধ্যে কেউ সফল হয়ে দর্শকদের মনের মধ্যে সারাজীবন থেকে যায়। কেউ আবার ব্যার্থ হয়ে দূরে সরে যায়। কিন্তু কিছু অভিনেতা আছে যারা বছরের পর বছর সেরা অভিনেতার সম্মানে সম্মানিত হন। আপনি জানেন কী সবথেকে বেশি বার কোন তারকা সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন।

ষাট সত্তর দশক ধরে একাধিক গুণী অভিনেতারা অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন রাজেশ খান্না, দিলীপ কুমার, ঋষি কাপুর এর মত অভিনেতারা। কিন্তু জানলে অবাক হবেন দিলীপ কুমার, শাহরুখ খান ৮ বার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেলেও, এদের থেকেও অন্য এক অভিনেতা বেশি বার সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন। তিনি হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)

AMITABH BACHCHAN

অমিতাভ বচ্চন ২০০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে তিনি মোট ৩৪ বার সেরা অভিনেতা হিসেবে মনোনয়নের তালিকায় উঠেছিলেন। কিন্তু তিনি পুরস্কার পেয়েছিলেন মাত্র পাঁচবার। তার মধ্যে একটি হলো ‘অমর আকবর অ্যান্টনি’ ছবিটি। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া এই ছবিতে ঋষি কপূর, বিনোদ খন্নার মতো অভিনেতারা অভিনয় করলেও সেরা অভিনেতা হিসেবে অমিতাভ বচ্চন মনোনীত হয়েছিল।

বলিউডের অন্যতম ছবি ডন সাড়া ফেরে দিয়েছিল। আর এই ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন বিগ বি। বলা যায় এই ছবিটি তার জীবনে মাইল ফলক। ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। অমিতাভ বচ্চন এই ছবিতেও অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছিলেন। এরপর ১৩ বছর আর সেরা অভিনেতা হিসেবে মনোনীত হলেও পুরস্কার পাননি অমিতাভ।

AMITABH BACHCHAN

তারপর ১৯৯১ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চনের অভিনীত হম সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছিলেন মুকুল এস আনন্দ। বিগ বি ছাড়াও আরও নামী দামি অভিনেতারা এই সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু তাদের পিছনে ফেলে এই ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন অমিতাভ।

আরও পড়ুন : জন্মের পর সংসার ছাড়েন মা, বাবা মনে করতেন ‘অপয়া’! সিনেমা থেকে কম নয় গোবিন্দার জীবন

AMITABH BACHCHAN

আরও পড়ুন : প্রেমে ব্যর্থ হয়ে IPS! বাস্তবের ‘টুয়েলভ ফেল’ এই অফিসারের কাহিনী জানলে চমকে যাবেন

চতুর্থ বার অমিতাভ বচ্চন ব্ল্যাক ছবিটির জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। আর ছবি পরিচালনা করেছিলেন সঞ্জয় লীলা ভন্সালীর মতো পরিচালক। ২০০৬ সালে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই সম্মান পান। আর পঞ্চমবার ২০১০ সালে পা ছবিটির জন্য পুরস্কার পেয়েছিলেন অমিতাভ বচ্চন। তারপর থেকে এখনও তিনি আর কোনো ছবিতে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাননি