পরিবারের ৯ জনই সুপারস্টার, সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে অল্লু অর্জুনের পরিবার

দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনকে (Allu Arjun) আজ সকলেই চেনেন। সদ্য মুক্তি পাওয়া ‘পুষ্পা’ ছবির দৌলতে দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছে তার খ্যাতি। আজ তিনি ভারতবর্ষের অনেক বড় সুপারস্টার। তবে অল্লু অর্জুন তার পরিবারের একা তারকা সদস্য নন, তার পরিবারে রয়েছেন আরও বেশ কয়েকজন তারকা যারা ইন্ডাস্ট্রিতে সুনাম অর্জন করেছেন। জেনে নিন তাদের পরিচয়।

অল্লু অরবিন্দ (Allu Arvind) : তালিকায় প্রথমেই যার নাম আসে তিনি হলেন অল্লু অরবিন্দ। ইনি অল্লু অর্জুনের বাবা। তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে সুনাম অর্জন করেছেন। তবে ছেলেকে নিয়ে একটিও ছবি কখনও পরিচালনা করেননি। বাবার ছবিতে কাজ করতে না পারার আফসোস অল্লু অর্জুনের রয়ে গিয়েছে।

অল্লু রামালিঙ্গাইয়া (Allu Ramalingaiah) : অল্লু অর্জুনের সুপারস্টার ফ্যামিলিতে প্রথম সুপারস্টার ছিলেন তার ঠাকুরদা অল্লু রামালিঙ্গাইয়া। একসময় দক্ষিণী সিনেমার নামী অভিনেতা ছিলেন তিনি। তার পাঁচ সন্তানের মধ্যে অল্লু অরবিন্দ এবং সুরেখাই কেবল সিনে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন।

অল্লু সিরিশ (Allu Sirish) : অল্লু অর্জুনের বড় ভাই অল্লু সিরিশও একজন অভিনেতা। ২০১৩ সালে ‘গৌরব’ ছবিতে তিনি ডেবিউ করেন। অসংখ্য ফ্যান ফলোয়ার্স রয়েছে তার।

চিরঞ্জীবী (Chiranjeevi) : চিরঞ্জীবীও অল্লু অর্জুনের পরিবারের একজন সদস্য। দক্ষিণী সিনেমার ‘ঈশ্বর’ বলা হয় তাকে। তিনি সম্পর্কে অল্লু অর্জুনের পিসেমশাই। অভিনেতার পিসি সুরেখাকে বিয়ে করেছেন চিরঞ্জীবী।

রামচরণ (Ramcharan) : চিরঞ্জীবীর ছেলে রামচরণও এখন ইন্ডাস্ট্রির চেনা মুখ। একাধিক সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। রাজামৌলির আর আর আর ছবিতেও অভিনয় করেছেন। ইনি সম্পর্কে অল্লু অর্জুনের ভাই।

Pawan Kalyan

পবন কল্যাণ (Pawan Kalyan) : পবন কল্যাণ চিরঞ্জীবীর ভাই। সেই সূত্রে অল্লু অর্জুনের পরিবারের নিকট আত্মীয় তিনি। ১৯৬৬ সাল থেকে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত।

বরুণ তেজা (Varun Teja) : চিরঞ্জীবীর ছোট ভাই নগেন্দ্র বাবুর ছেলে বরুণ তেজাও একজন সুপারস্টার। তিনিও অল্লু পরিবারের আত্মীয়।

ধরম তেজা (Dharam Teja) : চিরঞ্জীবীর বোন বিজয় দুর্গার ছেলে ধরম তেজা দক্ষিণী সিনেমার সুপারস্টার। চিরঞ্জীবীর সূত্রেই অল্লু অর্জুনের পরিবারের সঙ্গে তার সম্পর্ক।

নীহারিকা কোনিডেলা (Niharika Konidela) : চিরঞ্জীবীর ছোট ভাই নগেন্দ্র বাবুর মেয়ে নীহারিকা। দক্ষিণ সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। অসংখ্য সিনেমা এবং টেলিভিশনের পর্দার ধারাবাহিকে কাজ করেছেন নীহারিকা।