

সারা বিশ্বের ভক্তদের টানা চার বছর অপেক্ষা করিয়ে শেষমেষ ‘পাঠান’ ছবির হাত ধরে আবার বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘পাঠান’ ছিল এই বছরের শুরুতে বলিউডের (Bollywood) সব থেকে বড় ধামাকা। তবে শাহরুখের ঝুলিতে এখনও আরো বেশ কয়েকটি ছোট বড় ধামাকা আছে। শোনা যাচ্ছে একসঙ্গে নাকি ৯ টি ছবির জন্য চুক্তিতে সই করেছেন শাহরুখ।
‘পাঠানে’র পর দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ (Jawan) ছবির হাত ধরে আবার পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। এই ছবিতে নাকি দক্ষিণের সুপারস্টারদের থাকার কথা রয়েছে। শোনা গিয়েছিল ছবিতে নাকি একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অল্লু অর্জুন (Allu Arjun)। কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি নাকি এই ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
অল্লু অর্জুন এবং শাহরুখ খানকে একসঙ্গে একই ছবিতে দেখা যাবে এই খবরে দুই পক্ষের অভিনেতাদের অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দিলেন অল্লু নিজেই। তিনি জানিয়েছেন ইচ্ছে থাকলেও তিনি ‘জওয়ান’ ছবিতে কাজ করতে পারবেন না। তার কারণ শুটিং শিডিউল নিয়ে গন্ডগোল দেখা দিচ্ছে।
আসলে এরই মধ্যে অল্লু অর্জনের পুষ্পা ফ্রাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘পুষ্পা দ্য রাইস’ এর শুটিং শুরু হয়ে গিয়েছে। আপাতত বিশাখাপত্তনাম এবং হায়দ্রাবাদের চুটিয়ে শুটিং করছেন তারকারা। সেই সঙ্গে তাকে অনেক শারীরিক কসরত করতে হচ্ছে। শুটিং ছাড়া বাকি সময়টা তাকে আপাতত জিমেই কাটাতে হচ্ছে। তাই তার পক্ষে অন্য ছবির জন্য সময় বের করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
‘জওয়ান’ ছবির চিত্রনাট্য শোনানো হয়েছিল অল্লু অর্জুনকে। তার জন্য যে চরিত্রের কথা ভাবা হয়েছিল সেইটুকু শুনে তিনি যথেষ্ট আগ্রহ প্রকাশ করেন। কিন্তু শেষমেশ তাকে সময়ের অভাবে ‘না’ বলে দিতে হয়। শোনা যাচ্ছে, অনুরাগীদের হতাশ করে তিনি নিজেও দুঃখ প্রকাশ করেছেন। এদিকে আবার এই ছবির হাত ধরে সর্বভারতীয় স্তরে প্রবেশ করতে চলেছেন শাহরুখ খান।
বর্তমানে দক্ষিণী ছবির রমরমা চলছে ভারতের বাজারে। প্যান ইন্ডিয়া বিভিন্ন ভাষায় মুক্তি পাচ্ছে বড় বাজেটের ছবিগুলি। শাহরুখের অভিনীত আসন্ন ছবিটি হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষাতে মুক্তি পাবে। ছবিতে শাহরুখের দ্বৈত ভূমিকা রয়েছে। এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা, প্রিয়ামনি, বিজয় সেতুপতি এবং সান্যা মালহোত্রা।