‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা কেমন হয়, নিরাপত্তার দায়িত্বে কারা থাকেন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিগত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই নিয়ে মহারাষ্ট্র সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছেন তিনি।ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা। যাতে বেজায় চটে যান শিবসেনা নেতা সঞ্জয় রাউত। পাল্টা কঙ্গনাকে তিনি “হারামখোর” বলেন। এরপরই বাকবিতন্ডা দু’ভাগে ভাগ হয়ে যায় বলিউড।

কেউ কেউ বলেন মুম্বাইকে কদর্য ভাষায় আক্রমণ করা অভিনেত্রীর উচিত হয়নি তেমনি অনেকেই মনে করছেন শিবসেনা নেতা সঞ্জয়ের এই মন্তব্য অত্যন্ত কুৎসিত। মহারাষ্ট্র সরকারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিজের বাক স্বাধীনতা অধিকার টেনে বলেন ৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে পা রাখতে চলেছেন তিনি। এই উত্তপ্ত আবহে কঙ্গনার নিরাপত্তায় যাতে কোনো ঝুঁকি না থাকে তা নিশ্চিত করতে কঙ্গনাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এখন প্রশ্ন হলো ভারতে কারা এই ‘Y’ ক্যাটাগরি নিরাপত্তা পান?

এই নিরাপত্তা কখন দেওয়া হয়?

যখন কোনও উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি বা জনপ্রিয় কোনও ব্যাক্তি প্রাণ নাশের হুমকি পান তখন তিনি তার নিকটবর্তী থানায় অভিযোগ জানালে গুপ্তচর বিভাগের দ্বারা   ঘটনার সত্যতা প্রমাণ হলে একটি কমিটি গঠন করা হয়। যে কমিটিতে থাকেন সাধারণত কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রকের সচিব পর্যায়ের কোন আমলা, রাজ্য পুলিশের ডিজি এবং  রাজ্য মুখ্য সচিব। তারা সিদ্ধান্ত গ্রহণ করলে যে ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া হবে তার সম্পর্কিত তথ্য কেন্দ্রীয় গৃহ মন্ত্রকে পাঠানো হয় অন্তিম অনুমোদন নেওয়ার জন্য।

ভারতে কতরকমের নিরাপত্তা বলয় আছে?

ভারতে মোট চার ধরনের নিরাপত্তা বলয় রয়েছে। এই চারটি নিরাপত্তা বলয় হলো Z+ শ্রেণী, Z শ্রেণী, Y শ্রেণী এবং X শ্রেণী। এখন ভিআইপিদের জনপ্রিয়তা এবং প্রাণের ঝুঁকির বিচারে এই চারটির মধ্যে যেকোনো একটি নিরাপত্তা বলয় প্রদান করা হয়ে থাকে সরকারের তরফ থেকে। আর সেই যুক্তিতেই কঙ্গনা রানাউত ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা বলয় পেয়েছেন।

নিরাপত্তার দায়িত্বে কারা থাকেন?

এই ৪টি ক্যাটাগরির নিরাপত্তা বলয়ের নিরাপত্তার দায়িত্বে থাকে স্পেশাল প্রোটেকশন গ্রূপ (SPG), ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG), ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ (ITBP), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এবং রাজ্য পুলিশের দক্ষ বাহিনী। তবে Z+ শ্রেণী, Z শ্রেণী, Y শ্রেণী এবং  X শ্রেণীতে আলাদা আলাদা বিভাগের আলাদা আলাদা সংখ্যক এই নিরাপত্তারক্ষীরা থাকেন।

আরও পড়ুন : Z+, Z, Y, ও X ক্যাটাগরির নিরাপত্তা কারা পায়? কখন পায়?

‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা বলয় হলো তৃতীয় স্তরের নিরাপত্তা বলয়। এই নিরাপত্তা বলয়ে ১১ জনের কাছাকাছি নিরাপত্তারক্ষী নিযুক্ত থাকেন। যাদের মধ্যে একজন অথবা দুজন ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো (NSG) থাকেন এবং বাকি দক্ষ পুলিশ অফিসাররা নিযুক্ত থাকেন।

আরও পড়ুন : মোদীর নিরাপত্তা কেমন? দায়িত্বে কারা? কতটা শক্তিশালী তারা?

এই ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে SPG, ITBP, CRPF, CISF নিযুক্ত নাও থাকতে পারে। তবে পরিস্থিতির বিচারে সংখ্যার রদবদল হয়। এই ক্যাটাগরির নিরাপত্তা বলয় ভারতের বহু ভিআইপিদের দেওয়া হয়ে থাকে।