উত্তম কুমারের নাতবৌ হওয়া সত্বেও কেন নায়িকা হিসেবে দেখা যায় না এই অভিনেত্রীকে

টলিউডের (Tollywood) উত্থানের পেছনে উত্তম কুমারের (Uttam Kumar) অবদান অনস্বীকার্য। মহানায়কের মত অভিনেতা আর দুটি পায়নি এই বাংলা ইন্ডাস্ট্রি। তার পরিবারের এই প্রজন্মের সদস্যদের মধ্যে অনেকেই অভিনয়ের খাতায় নাম লিখিয়েছেন। মহানায়কের নাতি-নাতবৌরা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। গৌরব চ্যাটার্জী, দেবলীনা কুমার, সৌরভ বন্দ্যোপাধ্যায়দের অভিনয় প্রশংসাও পাচ্ছে দর্শকদের থেকে।

তবে আজ যাকে নিয়ে এই প্রতিবেদন তিনি হলেন উত্তম কুমারের নাত বৌ। উত্তম কুমারের নাত বৌ হিসেবে দেবলীনা কুমারকে তো সকলেই চেনেন। তবে মহানায়কের আরও এক নাতবৌ যে বাংলা সিরিয়ালে অভিনয় করেন তা জানা ছিল কি? তিনি হলেন অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জী (Twarita Chatterjee)। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ইদানিং তিনিও বেশ পরিচিত হয়ে উঠেছেন।

Twarita Chatterjee Marriage

‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে সারদামণির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ত্বরিতা। তবে ইন্ডাস্ট্রির সঙ্গে তার সংযোগ আরও পুরনো। এর আগে ‘কাদম্বিনী’, ‘বাঘ বন্দী খেলা’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘তুমি আসবে বলে’, ‘দেবী চৌধুরানী’ ইত্যাদি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি তাকে দেখা গিয়েছিল ‘কড়ি খেলা’ ধারাবাহিকে।

সাবলীল অভিনয় দিয়ে বারবার নিজেকে প্রমাণ করেছেন ত্বরিতা। তবে তাকে কখনও নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। তাই বলে এই নয় যে তার কাছে বাংলা সিরিয়ালের নায়িকা হয়ে ওঠার সুযোগ আসেনি কখনও। তবে তিনি নিজে থেকেই প্রত্যেকবার এই সুযোগ ফিরিয়ে দিয়েছেন। আসলে শুধু অভিনয় নয়, ত্বরিতা ব্যবসার সঙ্গেও জড়িত।

তবে বাংলা টেলিভিশনের নায়িকার চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আরও কারণ ছিল। ত্বরিতার একমাত্র লক্ষ্য ছিল পড়াশোনা। তাই পড়াশোনা সঙ্গে আপোষ করে কখনও নায়িকা হয়ে উঠতে চাননি তিনি। পার্শ্ব চরিত্র পেয়েই খুশি থেকেছেন ত্বরিতা। নায়িকা হওয়ার লোভ কখনও তার ছিল না।

মহানায়ক উত্তম কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলাপ হয়েছিল কর্মসূত্রে। তারপর তাদের বন্ধুত্ব হয় এবং প্রেমের সূত্রপাত হয় এভাবেই। এই সম্পর্ক ছাদনাতলা অব্দি গড়িয়েছে। ত্বরিতা এখন মহানায়কের পরিবারের সদস্যা। অভিনেত্রী হিসেবেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। সেই সঙ্গে তিনি দক্ষিণ কলকাতাতে একটি বেশ নামী ক্যাফেও চালাচ্ছেন।