যার কাছে সোনা (Gold) বেশি সেই ব্যক্তিই হল বেশি ধনী। এক সময় এই প্রবাদ বিখ্যাত ছিল আমাদের দেশে। কারণ সেই সময় সোনার পরিমাণ দেখে বিচার করা হতো কে কত বেশি ধনী? তবে বর্তমান সময় এই চিন্তাধারায় পরিবর্তন আসলেও সোনার মূল্য কিন্তু কমেনি, তাই আজও পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু হল সোনা।
যেহেতু সোনা অনেক দামি ধাতু তাই ধনী ব্যক্তিদের কাছেই বেশি পরিমাণে দেখা যায় সোনা। তবে ভারতীয়দের কাছে সোনার আজও খুব গুরুত্বপূর্ণ। ভারতীয়দের বিয়ে থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে সোনার গয়না উপহার হিসেবে দেওয়া হয়। এছাড়াও গায়ে সোনার গয়না পরা শুভ বলে মনে করা হয়।
আসলে ভারতে সোনা কেনা শুধুমাত্র ইনভেস্টমেন্ট নয়, বরং ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই ধাতু একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যে কারণে কোনও শুভ কাজ করার পর সোনা কেনা হয়। তবে সোনা এত জনপ্রিয় ধাতু হওয়া সত্ত্বেও এই ধাতুর ইতিহাস সম্পর্কে সকলে জানে না।
সোনা নিয়ে সেভাবে খুব বেশি কিছু জানা যায়নি। তবে এটা জানা গিয়েছে যে, এই ধাতুর জন্ম কিন্তু আমাদের পৃথিবীতে হয়নি। পৃথিবীর বাইরে থেকে এসেছিল এই মূল্যবান ধাতুটি। এই ধাতুর ইতিহাস বহু প্রাচীন, পৃথিবীতে প্রানীদের জন্মের আগে সোনা এসেছিল।
তাই এই ধাতুর ইতিহাস জানতে হলে আজ থেকে ৪০০ কোটি বছর আগে যেতে হবে। সেই সময় এক উল্কাপিণ্ড পৃথিবী বুকে পড়েছিল। এই উল্কাপিণ্ড থেকেই সোনার উৎপত্তি হয়েছে। বিজ্ঞানীদের ধারণা পৃথিবী সৃষ্টির পিছনে যেমন লোহার অবদান রয়েছে ঠিক তেমনি সোনারও অবদান রয়েছে।
আরও পড়ুন : আজও মরচে পড়েনি, ভারতের এই মন্দিরে পুঁতে রাখা আছে পরশুরামে কুঠার
এক সময় লোহার মতো সোনাও পড়ে থাকতো বিভিন্ন জায়গায়। কিন্তু তারপর মানুষ এই ধাতু দিয়ে বিভিন্ন মূল্যবান গয়না বানানো শুরু করে। ধীরে ধীরে এভাবেই সোনা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু। বর্তমান সময় গয়না-গাটি থেকে শুরু করে আসবাবপত্র তৈরি করা হয় সোনা দিয়েই।
আরও পড়ুন : বিশ্বের ১০ উচ্চতম স্ট্যাচু, যাদের স্থান ভারতের স্ট্যাচু অফ ইউনিটির পরেই