
দক্ষিণী অভিনেতা (South Indian Actor) রামচরণকে (Ramcharan) আজ গোটা বিশ্ব চেনে। সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেতা তিনি। এস এস রাজামৌলির আর আর আর তার কেরিয়ারকে সাফল্যের শিখরে তুলে দিয়েছে। সদ্য রামচরণ এবং জুনিয়র এনটিআর এর ‘নাটু নাটু’ গানটি অস্কার পেয়েছে। তাই রামচরণ এখন খবরের শিরোনামেই আছেন।
রামচরণ দক্ষিণের একজন সুপারস্টার, সেই সঙ্গে দেশের নজরেও তিনি একজন বড় তারকা। দক্ষিণের বর্ষিয়ান অভিনেতা চিরঞ্জীবীর পুত্র তিনি। তার পরিবারের সকলেই দক্ষিণের সুপারস্টার। তার স্ত্রী (Ramcharan’s Wife) উপাসনা কামিনেনি (Upasana Kamineni) লাইম লাইট কেড়ে নিয়েছেন। রূপে গুনে তিনি কোনও বলিউড সুন্দরীর থেকে কম নন। যদিও তিনি অবশ্য অভিনয়ের সঙ্গে যুক্ত নন।
উপাসনার নিজস্ব ব্যবসা রয়েছে। দক্ষিণের দুনিয়াতে একজন নামকরা ব্যবসায়ী হিসেবে তার বেশ সুনাম রয়েছে। ২০১২ সালে তাদের বিয়ে হয়েছিল। তাদের প্রেমের কাহিনীটা অবশ্য সিনেমার থেকে কিছু কম নয়। কলেজ জীবন থেকে তারা একে অপরের প্রেমে পড়েছিলেন। তারপর কেরিয়ারে একটু থিতু হতেই তারা বিয়ে করে নেন।
শোনা যায় রামচরণ এবং উপাসনা প্রথমে খুব ভাল বন্ধু ছিলেন। যখন ‘মগধীরা’ ছবির শুটিং করছিলেন তখন থেকে নাকি উপাসনাকে ডেট করতে শুরু করেন রামচরন। তাদের বিয়েতে অবশ্য দুই পরিবারের তরফ থেকে কোনও আপত্তি ছিল না। উপাসনা বর্তমানে অ্যাপোলো লাইফ সংস্থার উপাধ্যক্ষ এবং তিনি পজিভ ম্যাগাজিনের সম্পাদকও।
লন্ডনের রিজেন্ট ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেটিং এবং ম্যানেজমেন্টের ডিগ্রী অর্জন করেছেন উপাসনা। রূপের পাশাপাশি সৌন্দর্যেও তিনি কোনও অংশে কম নন। কিন্তু তিনি অভিনয় করতে চাননি কখনও। বদলে সব সময় নিজের পরিবার এবং ব্যবসাতেই সময় দিতে চেয়েছেন তিনি।
রামচরন এবং উপাসনা দুজনেই ভীষণ বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। দুজনের সম্পত্তির পরিমাণও বিপুল। রামচরনের কাছে মোট যে সম্পত্তি রয়েছে তার অর্থ মূল্য ১৩০০ কোটি টাকার কাছাকাছি। আর তার স্ত্রীর কাছে রয়েছে ৩০০ কোটি টাকার সম্পদ।