স্টেট ব্যাঙ্কের টাকা তোলার নিয়ম বদল; SBI গ্রাহক হলে অবশ্যই পড়ুন

এসবিআই এটিএম থেকে দৈনিক টাকা তোলার পরিমাণ একেবারে অর্ধেক করে দিল। এতদিন ৪০ হাজার টাকা তোলা যেত। এবার তা কমে ২০ হাজারে নামিয়ে আনা হয়েছে। আগামী ৩১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। বিভিন্ন জায়গা থেকে আসা আর্থিক দুর্নীতির অভিযোগকে খতিয়ে দেখেই দৈনিক টাকা তোলার সীমা অর্ধেক করা হয়েছে বলে খবর। এর পাশাপাশি ডিজিটাল লেনদেন বা নগদহীন লেনদেনের বিষয়ে জোর দেওয়ার কথাও মাথায় রাখা হয়েছে।

কেন এমন পদক্ষেপ?

ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, এটিএম দুর্নীতি এবং জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ। দেশের বৃহত্তম ব্যাঙ্ক নেটওয়ার্ক এসবিআইয়ের। দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে তাদের প্রায় ৬০ হাজার এটিএম। তাদের ডেবিট কার্ডের সংখ্যা ৩০ কোটির কাছাকাছি।

দেশের মধ্যে সবথেকে বেশি এটিএম রয়েছে এসবিআইয়ের। ৫৯,৫৯৮টি এটিএম রয়েছে সংস্থার। ডেবিট কার্ড হোল্ডার রয়েছেন ২৮.৯০ কোটি। প্রত্যেকটি এটিএমে গ্রাহক সংখ্যা প্রায় ৪,৮৪৯ ডেবিটটি। জানা গিয়েছে, ইতিমধ্যে এসবিআই কর্তৃপক্ষ সমস্ত ব্রাঞ্চগুলিকে নয়া নির্দেশিকার ব্যাপারে গ্রাহকদের জানিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে।

আরও পড়ুন : ছেঁড়া নোট বদলের ক্ষেত্রে RBI এর নয়া ফরমান জানা আছে?

অগাস্টে এসবিআইয়ের তরফে গ্রাহকদের এটিএম তথা ডেবিট কার্ড পুরনো থাকলে তা বদলে ম্যাগনেটিক চিপ দেওয়া কার্ড নিতে আবেদন করা হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে তা করতে হবে বলে নির্দেশও দেওয়া হয়েছে। আরবিআইয়ের নির্দেশ মেনেই এই ব্যবস্থা শুধু এসবিআই নয়, সব ব্যাঙ্ক গ্রহণ করতে চলেছে। যাতে ডেবিট ও ক্রেডিট কার্ডের জালিয়াতি রোখা যায়।

আরও পড়ুন : ATM থেকে নকল নোট পেলে কি করা উচিত?

আরও পড়ুন : ATM প্রতারণার ফাঁদ থেকে কীভাবে বাঁচবেন? জানুন সহজ কিছু উপায়

এটিএম কার্ডে চিপ লাগানো থাকলে স্কিমিং ও হারানো কার্ড খুঁজে পেতে বা জালিয়াতি হলে তা সহজেই জানা যাবে। কলকাতায় কয়েক মাস আগে এটিএম জালিয়াতি ও স্কিমিংয়ের জেরে হইচই পড়ে গিয়েছিল। দেশের অন্য কয়েকটি রাজ্যেও জালিয়াতির খবর মিলেছিল। তা ঠেকাতেই পরে ব্যাঙ্কিং সংস্থাগুলি উদ্যোগী হয়েছে। তবে পুজোর সময় এটিএম থেকে টাকা তোলার বিষয়ে আগের নিয়মের কোনও বদল হচ্ছে না।