Miss Diva Universe 2023 : ফের একবার বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় সেরার সেরা খেতাব পেল ভারত (India)। রবিবার ‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’ (Miss Diva Universe 2023) প্রতিযোগিতায় জিতে বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন শ্বেতা সারদা (Shweta Sharda)। এই প্রতিযোগিতায় অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে হাড্ডাহাড্ডি টক্করের মাঝে চন্ডিগড়ের মেয়ে শ্বেতা সারদা ছিনিয়ে দিলেন বিজয়ীর মুকুট। চলুন জেনে নেওয়া যাক ভারতের এই সুন্দরীর সম্পর্কে অজানা কিছু তথ্য।
রবিবার মুম্বাইতে অনুষ্ঠিত প্রতিযোগিতার অন্তিম পর্বে শ্বেতা বিজয়ী হিসেবে নির্বাচিত হন। আগামী দিনে ৭২ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশ নেবেন তিনি। বয়স এখন তার মাত্র ২২ বছর। তবে তিনি মাত্র ১৬ বছর বয়স থেকে এই প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করেছিলেন। তার মা একজন সিঙ্গেল মাদার। মেয়েকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্বেতার মা তাকে নিয়ে মুম্বাইতে চলে আসেন।
এর আগে শ্বেতা বিভিন্ন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স দিওয়ানে, ডান্স প্লাসের মত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ঝলক দিখলা জা শোয়ের একজন কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন। সব মিলিয়ে গ্ল্যামার দুনিয়ার সঙ্গে তার বহু বছরের সম্পর্ক রয়েছে। তবে মিস ডিভা ইউনিভার্স হওয়াটা নিঃসন্দেহে তার কেরিয়ারের অন্যতম বড় মাইলস্টোন।
শ্বেতা জানিয়েছেন তিনি বলিউডের একাধিক অভিনেতা এবং অভিনেত্রীকে নাচ শিখিয়েছেন। তাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। দীপিকা পাড়ুকোন, সালমান খান, ক্যাটরিনা কাইফ, মৌনি রায় এমনকি মাধুরী দীক্ষিত রয়েছেন এই তালিকায়।এগুলো তার জীবনের অনেক গর্বের মুহূর্ত। তবে তিনি সব থেকে বড় অনুপ্রেরণা পেয়েছেন সুস্মিতা সেনের থেকে।
এদিনের অনুষ্ঠানে সবার থেকে আলাদা দেখতে লাগছিল শ্বেতাকে। সোনালী রঙের গাউন পরেছিলেন তিনি। যার মধ্যে নজর কেড়েছিল শিমারি টাচ। থাই স্লিট গাউন পরেছিলেন তিনি। তিনি খেতাব জয়ের পর ২০২২ সালের মিস ডিভা ইউনিভার্স দিভিতা রাই তাকে মুকুট পরিয়ে দেন। এদিন সোনাল কুকরেজা মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩ হয়েছেন।
আরও পড়ুন : অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ! বলিউডে ডুবে গেল বাঙালি অভিনেতার কেরিয়ার
শ্বেতার চরিত্রে আরও অনেক গুণ রয়েছে। যেমন তিনি নাচ এবং গ্ল্যামার দুনিয়ার বাইরে শিক্ষার প্রচার, মেয়েদের সমান সুযোগ, সেলফ ডিফেন্স স্কিল সম্পর্কে শিক্ষার ব্যাপারে প্রচার করে থাকেন। তার মতে প্রত্যেকটা মেয়ের শিক্ষা পাওয়ার অধিকার আছে। সেই সঙ্গে প্রত্যেকের আত্মবিশ্বাস গড়ে তোলার অধিকার আছে। মেয়েরা কীভাবে নিজেদের রক্ষা করতে পারবেন সেই কৌশল তাদের জানা উচিত।
আরও পড়ুন : হয়ে গেল এনগেজমেন্ট, আরমান মালিকের প্রেমিকার রূপ দেখলে বলিউড সুন্দরীরাও লজ্জা পাবে