Malmas 2023 : হিন্দু ধর্ম মতে মলমাসে কোনও শুভ কাজ করা হয় না। এই মল মাস আসলে কী? কেনই বা মলমাসে কোনও শুভ কাজ করা যায় না? এর পেছনে কী কী যুক্তি রয়েছে জেনে নেব আজকের এই প্রতিবেদনে। ২০২৩ সালের মলমাস শুরু হয়েছে ১৮ জুলাই থেকে। চলবে আগামী ১৬ ই আগস্ট পর্যন্ত। সনাতন ধর্মাবলম্বীদের মতে এই সময়টা অধিকমাস। যেকোনও শুভ মাঙ্গলিক কাজ এই সময় করা যাবে না।
মল মাস কখন হয়
সূর্য যে চান্দ্র মাসে একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করে না, গোটা একটা মাস জুড়ে একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে, তার পরের মাসে অধিক শব্দটি বসে যায়। এই অধিক মাসকে বলা হয় মল মাস। বাংলায় দুই থেকে তিন বছর অন্তর একটি মল মাস পাওয়া যায়। কারণ সূর্যের এক মাস ৩০ দিনে হলেও চাঁদের এক মাস হয় ২৭ থেকে সাড়ে ২৯ দিনে। এই সময়ের পার্থক্যের জন্য কোনও কোনও বছর মল মাস পিছিয়ে যায়।
মল মাসের অর্থ
মল মাস হল মলিন মাস। যাকে হিন্দিতে বলা হয় অধিক মাস বা অতিরিক্ত মাস। এই মাসে কোনও পালনীয় তিথি থাকে না। তাই এই মাসে কোনও বৈদিক কাজ হয় না। আবার কোনও কোনও মাসে যখন দুটি আমাবস্যা তিথি পড়ে, তখন সেটাকেও মল মাস হিসেবে ধরা হয়। মল শব্দের অর্থ হল অশুভ। তাই এই মাসে হিন্দু ধর্মে কোনও পূজা কিংবা শুভ অনুষ্ঠান হয় না। তবে শ্রাদ্ধ বা পিন্ডদান করা চলে।
মল মাস শুভ না অশুভ
মলমাস বৈদিক কর্মকাণ্ডের জন্য শুভ না হলেও পরমার্থিক কর্মকাণ্ডের জন্য এই সময়টা খুবই শুভ। এই মাস সকল প্রকার কর্মশূন্য। এই মাসে কৃষ্ণ নাম করা উচিত। মলমাসে ভগবানের নাম নিলে অধিক ফলদায়ক হয়। তাই মল মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়। তাই মলমাস যে শুধুই অশুভ তা নয়, এই মাসে ভক্তি ভরে কৃষ্ণের আরাধনা করা উচিত।
মল মাস ২০২৩
এই বছর শ্রাবণ মাস ৫৯ দিন পর্যন্ত থাকছে। ১৮ই জুলাই থেকে ১৬ই আগস্ট পর্যন্ত পুরুষোত্তম মাস বা অধিক মাস চলবে। এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা খুবই ভাল ফল দেবে। তবে মলমাসে কিছু কিছু কাজের উপর বিধি নিষেধ রয়েছে। এবার সেগুলো জেনে নিন। এই সময় মধু, শাক, সরষে, পেঁয়াজ, রসুন, অড়হড় ডাল, বাঁধাকপি, গাজর, মূলোসহ বেশ কিছু খাবার খাওয়া উচিত হবে না।
আরও পড়ুন : সব মনোস্কামনা পূরণ করবেন মহাদেব, শ্রাবণ মাসে বাড়িতে লাগান এই ৭ গাছের যেকোনওটি
মল মাসে কোনও খারাপ চিন্তা, খারাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে। পুরো সময়টা ঈশ্বরকে স্মরণ করুন। বাড়িতে কোনও শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা উচিত হবে না। যেমন মুন্ডন, বিয়ে, গৃহপ্রবেশ, নতুন বাড়ি কেনা, নামকরণের মত কাজ করা উচিত হবে না। ভগবান বিষ্ণুর উপাসনার জন্য তুলসী উৎসর্গ করুন। আমিষ খাবার খাওয়া পরিত্যাগ করুন। মল মাসে অন্ন, কলা, হলুদ, কাপড়, বই, নারকেল এবং প্রদীপ দান করতে পারলে ভাল।
আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির! একটি বিশেষ কারণে এখানে পূজো বন্ধ থাকে ৬ মাস