বলিউড (Bollywood) অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) বহু পুরুষের হার্টথ্রব হয়ে রয়েছেন এখনও। ৯০ এর দশকে বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তার এক হাসিতেই ঘায়েল হয়ে যেতেন তার ভক্তরা। ক্রিকেট দুনিয়াতেও তার ভক্তের সংখ্যা কম ছিল না। তবে তাদের মধ্যে মাধুরী সেই সময়কার ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দলের একজন তারকার প্রেমে পড়েছিলেন।
মাধুরী দীক্ষিত এবং অজয় জাদেজা (Ajay Jadeja), এই দুই তারকার প্রেমের খবর বলিউডে ওপেন সিক্রেটের মত। মাধুরী তখন তার কেরিয়ারের শীর্ষে ছিলেন। সৌন্দর্য, নাচ, অভিনয় আর হাসি, এই তিন অস্ত্রের জেরে বলিউডে তখন তিনি বেশ জাঁকিয়েই বসেছিলেন। সেই সময় বহু তারকার সঙ্গে তার নাম জড়িয়েছিল। তাদের মধ্যে বিখ্যাত এই ক্রিকেটারের নামও ছিল।
অজয় জাদেজার সঙ্গে সম্পর্কের বিষয়টি কখনও লুকিয়ে রাখেননি মাধুরী। আসলে একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন তারা একে অপরের প্রেমে পড়েন বলে জানা যায়। দুজনের বেশ কিছু রোমান্টিক ছবি এরপর সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে নেয়। আবার বলিউডে তখন অজয়কে সুযোগ করে দেওয়ার জন্য অনেক চেষ্টাও চালিয়েছিলেন মাধুরী।
আসলে অজয় জাদেজা নিজেও বলিউডে পা রাখার চেষ্টা করেছিলেন। মাধুরী তখন তার চেনা জানা প্রযোজক এবং পরিচালকদের কাছে অজয়ের নাম সুপারিশ করতেন। একটা সময় অজয়ের প্রতি তার প্রেমটাই এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছিল যে তিনি সব কিছু ছাড়তেও রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু তা সত্বেও তাদের প্রেম ভেঙ্গে যায়।
আসলে প্রথমে অজয় জাদেজার পরিবার তাদের এই প্রেমের ঘোর বিরোধিতা করতে শুরু করে। কারণ অজয় জাদেজা ছিলেন রাজ পরিবারের সদস্য। তার পরিবার কখনও সাধারণ একটি মেয়েকে ঘরের বউ করতে রাজি হয়নি। এর উপর আবার অজয় জাদেজার নাম জড়িয়ে পড়ে ম্যাচ ফিক্সিংয়ে। যে কারণে তার ক্রিকেট কেরিয়ার ডুবতে শুরু করে।
এই ঘটনার পর মাধুরীর পরিবার অজয়ের সঙ্গে তার সম্পর্ক টিকিয়ে রাখার বিরোধিতা করতে শুরু করে। কিছু সময় বাদে ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে মাধুরীর আলাপ হয়। ১৯৯৯ সালে তাকেই বিয়ে করে নেন মাধুরী। এরপর আমেরিকাতে গিয়ে তারা নতুন করে সংসার শুরু করেন। দুই সন্তানকে নিয়ে এখন সুখেই সংসার করছেন মাধুরী।