
এবছর অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার মৌলিক গানের বিভাগে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে ‘আর আর আর’ (RRR) ছবি জনপ্রিয় ‘নাটু নাটু’ (Natu Natu) গানটি। তবে ভারতের বাইরে মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড তৈরি করেছে এই ছবি। আমেরিকায় ছবিটি যেমন জনপ্রিয় হয়েছে ঠিক তেমনি ছবি মুখ্য অভিনেতা রামচরণ (Ramcharan) ও জুনিয়র এনটিআর (Junior NTR)।
বর্তমান সময় তাদের জনপ্রিয়তা হলিউড স্টারদের চেয়ে কোনও অংশে কম নয়। সম্প্রতি অস্কার নিয়ে দেশে ফিরেছেন দুই অভিনেতা। তবে ‘আর আরা আর’-এর আগে জুনিয়র এনটিআরকে উত্তর ভারতের দর্শকরা সেভাবে চিনতেন না। কিন্তু এই ছবির পর তাকে উত্তর ভারতের দর্শকদের কাছেও পরিচিত মুখ।
কিন্তু কয়েক বছর আগে নিজের থেকে কম বয়সী মেয়েকে বিয়ে করে আইনি জটিলতায় পরেছিলেন আইনি জটিলতায় জড়িয়ে ছিলেন অভিনেতা জুনিয়র এনটিআর। তার স্ত্রী প্রণতি তার থেকে ১৭ বছরের ছোট। ২০১১ সালে তারা দুজনেই বিয়ে করেন।
জুনিয়র এনটিআর-এর মতো প্রণতিরও এক প্রভাবশালী পরিবারের মেয়ে। দুই পরিবারের মত নিয়েই তারা বিয়ে করেছিলেন। কিন্তু ১২ বছরের দাম্পত্য জীবনে তাদের একবার একটা সমস্যায় পরতে হয়েছিল। নাবালিকা প্রণতির সঙ্গে বিয়ে করার জন্য এক আইনজীবী মামলা করে বসেন অভিনেতা জুনিয়র এনটিআর-এর বিরুদ্ধে।
প্রথমে ২০১০ সালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এই মামলা জন্য সেই বছর তাদের বিয়ে হয়নি। বাধ্য হয়ে ২০১১ সালে প্রণতির ১৮ বছর বয়স হওয়ার পর জুনিয়র এনটিআর তাকে বিয়ে করেন। তারপর আর কোনও সমস্যা হয়নি।
বর্তমানে তাদের দুই পুত্র সন্তান রয়েছে। এখনও তারা সুখে সংসার করছেন। তবে ২০২২ সালে ‘আর আর আর’ মুক্তি পাওয়ার পর জুনিয়র এনটিআর এখন শুধুমাত্র তেলেগু ছবির তারকা নন। বরং সারা বিশ্ব তাকে চেনে ‘আর আর আর’ ছবির ভিম নামে।