রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, যীশু সেনগুপ্তের স্ত্রী সৌন্দর্যে টেক্কা দিতে পারে যেকোনও টলিউড অভিনেত্রীকে

কেরিয়ার শুরুর দিকে ইন্ডাস্ট্রিতে চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পালদের দাপটে টলিউডে (Tollywood) সেভাবে পাত্তা পেতেন না যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)। কিন্তু আজ তিনি বাঙালির মুখ উজ্জ্বল করছেন। শুধু টলিউড নয়, বাংলার গণ্ডি পেরিয়ে তিনি পৌঁছে গিয়েছেন সুদূর মুম্বাইতে, সেই সঙ্গে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন চুটিয়ে কাজ করছেন যীশু। তবে আজকের এই প্রতিবেদন যীশুকে নিয়ে নয়। আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো যীশু সেনগুপ্তের সুন্দরী স্ত্রীর বিষয়ে কিছু অজানা কথা।

যীশু সেনগুপ্তের স্ত্রীর নাম নীলাঞ্জনা শর্মা (Nilanjana Sengupta)। সোশ্যাল মিডিয়াতে যীশুর সঙ্গে তার অনেক ছবি রয়েছে। অভিনয় জগতের সুবাদেই দুজনের আলাপ হয়। নীলাঞ্জনার মা অর্থাৎ যীশুর শাশুড়ি মা হলেন প্রখ্যাত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। নীলাঞ্জনা নিজেও একজন অভিনেত্রী। তবে বাংলাতে নয়, নীলাঞ্জনার জন্ম হয়েছিল বাংলার বাইরে ভিন রাজ্যে।

নীলাঞ্জনার জন্ম হয়েছিল মহারাষ্ট্রের মুম্বাই শহরে। তার বেড়ে ওঠা হয়েছিল মুম্বাইতেই। তিনি সেখানকার একটি নামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার বাবার নাম অনিল শর্মা। অনিল শর্মা এবং অঞ্জনা ভৌমিকের দুই মেয়ে। নীলাঞ্জনার একজন ছোট বোন রয়েছেন। তার নাম চন্দনা শর্মা।

নীলাঞ্জনা এবং চন্দনার মা অঞ্জনা বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রখ্যাত অভিনেত্রী। সেই সুবাদে মেয়েদের মধ্যেও অভিনয়ে আসার ইচ্ছে ছিল প্রবল। নীলাঞ্জনা ও চন্দনা দুই বোনই অভিনয়ে দুনিয়াতে পা রাখেন। ২০০২ সালে ‘স্বপ্নের ফেরিওয়ালা’ সিনেমার হাত ধরে নীলাঞ্জনা অভিনয়ে দুনিয়াতে পা রাখেন। এছাড়াও ‘তিন এক্কে তিন’, ‘আমরা’, ‘ক্লেভার অ্যান্ড লোনলি’ সিনেমাতে অভিনয় করেন। সেই সঙ্গে বেশ কিছু ধারাবাহিকেও তাকে অভিনয় করতে দেখা যায়।

হিন্দি টেলিভিশনে ‘হিপ হিপ হুররে’, ‘রিস্তে’, ‘জানেমান জানেমান’, ‘লেকিন উয়ো সাচ থা’ ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেন। এই অভিনয় জগতই যীশু সেনগুপ্তের সঙ্গে তার আলাপ করে দেয়। ২০০৪ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর জারা এবং সারা নামের তাদের দুই কন্যা সন্তানের জন্ম হয়। যীশু-নীলাঞ্জনা বড় মেয়ে সারাও ইতিমধ্যেই অভিনয়ের দুনিয়াতে পা রেখেছেন।

সৃজিত মুখার্জ্জী পরিচালিত ‘উমা’তে নাম ভূমিকায় অভিনয় করেছিল ছোট্ট সারা সেনগুপ্ত। এই ছবিতেই একটি ছোট্ট ভূমিকা ছিল তাদের ছোট কন্যা জারা সেনগুপ্ত। তবে আপাতত দুই মেয়েকে খুব ভালভাবে পড়াশোনা করানোর কথাই ভাবছেন যীশু ও নীলাঞ্জনা। বড় হয়ে মেয়েরা কোন পথ বেছে নেবে তা সময়ই বলবে। আপাতত দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন যীশু।