প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট, ৮৪ দিন ভ্যালিডিটি, নতুন প্ল্যান আনলো Jio

ভারতের টেলিকম বাজারে রিলায়েন্স জিও আসার পর থেকেই একের পর এক অফারে ধরাশায়ী করেছে দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে। অনেকে টেলিকম সংস্থাকে ব্যবসা গুটিয়ে নিতে হয়েছে, আবার অনেক কে নিজেদের রিচার্জ প্ল্যানে বিস্তর পরিবর্তন আনতে হয়েছে।

রিলায়েন্স জিও সম্প্রতি নিয়ে এসেছে আরও একটি নয়া রিচার্জ প্ল্যান। যে রিচার্জ প্ল্যানে গ্রাহকরা এখন প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর যার ভ্যালিডিটি ৮৪ দিনের জন্য।

এই নতুন রিচার্জ প্ল্যানটি হলো ৯৯৯ টাকার। এই নতুন প্ল্যানটি রিলায়েন্স জিও তাদের অফিশিয়াল ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করেছে। এছাড়াও এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকরা রিচার্জ করতে পারবেন তাদের নিকটবর্তী রিটেল স্টোরেও।

আরও পড়ুন :- জিও ফেসবুক চুক্তিতে আপনি কতটা লাভবান হলেন দেখে নিন

জিও-র ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে কি সুবিধা রয়েছে?

৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 3 GB করে ডেটা পাবেন ৮৪ দিনের জন্য। অর্থাৎ ৮৪ দিনে মোট 252 GB ইন্টারনেট দেওয়া হবে গ্রাহকদের। প্রতিদিন ৩ জিবি করে ব্যবহার করার পরেও ৬৪ kbps-এ গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট করতে পারবেন।

এই প্ল্যানে রয়েছে জিও থেকে জিও আনলিমিটেড কল আর জিও থেকে অন্য মোবাইলে কল করার জন্য মোট ৩০০০ মিনিট। যার পরে মিনিটে ৬ পয়সা করে ধার্য করা হবে। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস ও জিও অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে।

আরও পড়ুন :- Jio-র ইন্টারনেট স্পিড ৩ গুণ বাড়িয়ে নিন কয়েকটি সেটিং বদল করেই

তবে জিওর তরফ থেকে বারংবার নিত্য নতুন অফার গ্রাহকদের সামনে তুলে ধরা হলেও গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ পরিষেবা নিয়ে। গ্রাহকদের অভিযোগ, আগের তুলনায় ইন্টারনেট স্পিড অনেক কমে গেছে, এমনকি সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা একেবারেই পাওয়া যাচ্ছে না।