অক্টোবর মাসে প্রথম জিও তাদের গ্রাহকদের জন্য অন্য নেটওয়ার্কে কল করার ক্ষেত্রে আইইউসি চার্জ ঘোষণা করে। সেসময় এয়ারটেল বা ভোডাফোন কেউই সেই পথে না হাঁটলেও ডিসেম্বর মাস থেকে শুরু হয় তাদের আইইউসি চার্জ ঘোষণা, সাথে মহার্ঘ ৪২% বেশি ট্যারিফ প্ল্যান। পাশাপাশি জিও জানায় তাদের কলরেট বাড়বে ৬ই ডিসেম্বর থেকে। কিন্তু কত বাড়ানো হবে, তা ছিল ধোঁয়াশায়, যদিও বলা হয়েছিল ৪০ শতাংশ খরচ বাড়লেও গ্রাহকরা ৩০০ শতাংশ বেশি পরিষেবা পাবেন।
তবে ৬ তারিখ থেকে দাম বাড়ার আগে বুধবার জিও তাদের গ্রাহকদের সামনে নিয়ে এলো ট্যারিফ রেট। সেই ট্যারিফ রেট সামনে আসতেই এক লাফে অনেকটা খরচ বাড়ল জিও গ্রাহকদের। নতুন ট্যারিফে আনা হয়েছে ১৯৯ টাকা থেকে ২,১৯৯ টাকার ‘অল ইন ওয়ান’ প্ল্যান। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড জিও থেকে জিও প্ল্যানের সাথে রয়েছে প্রতিদিন ১.৫ জিবি থেকে ২ জিবি করে ডেটা।
নতুন ট্যারিফ প্ল্যানগুলি হলো –
১৯৯ টাকা – ১.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
২৪৯ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
৩৪৯ টাকা – ৩ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
৩৯৯ টাকা – ১.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ৫৬ দিন।
৪৪৪ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ৫৬ দিন।
৫৫৫ টাকা – ১.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ৮৪ দিন।
আরও পড়ুন :- Jio র ইন্টারনেট স্পিড ৩ গুণ বাড়িয়ে নিন এইভাবে
৫৯৯ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ৮৪ দিন।
এছাড়াও রয়েছে ১২৯ টাকা, ৩২৯ টাকা ও ১২৯৯ টাকার তিনটি প্ল্যান। যেগুলিতে ডেটা নির্দিষ্ট ও কল ভ্যালিডিটি আলাদা আলাদা।