বর্তমানে সারাদিনে অধিক ডেটা ব্যবহারকারী গ্রাহকদের প্রথম পছন্দ জিও, বিপুল পরিমাণে ডেটা প্রদানের মাধ্যমেই দিনের পর দিন গ্রাহকের সংখ্যা বাড়িয়েই চলেছে। অক্টোবর মাসে ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, এই বিষয়ে এয়ারটেল ও ভোডাফোনকেও পিছনে ফেলে দিয়েছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও। কারন নতুন প্রজন্ম সহ বেশিরভাগ মানুষই কলের থেকে ডেটার সুবিধা আগে বেছে নিচ্ছেন। গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে জিওর কিছু প্ল্যান আছে যেগুলির দাম বৃদ্ধি হয় নি।
জিওর ২৫১ টাকার একটি ডেটা ভাউচার প্ল্যান রয়েছে। যেখানে গ্রাহকরা ৫১ দিনের জন্য মোট ১০২ জিবি ডেটা পাবেন অর্থাৎ দিনে ২ জিবি। এই প্ল্যানে ভয়েস কল বা এসএমএসের কোনরকম সুবিধা গ্রাহকরা পাবেন না, আলাদা করে কোনো ভ্যালিডিটিও পাওয়া যাবে না। মূলত যারা কলের থেকে বেশি ডেটা ব্যবহার করেন তাদের জন্যই এই প্ল্যানটি। এখানে দৈনিক ৫ টাকার কম খরচে গ্রাহকরা পাবেন দিনে ২ জিবি ডাটা।
এছাড়াও জিওর কিছু কম দামের ডেটা প্ল্যান আছে যেগুলির নির্দিষ্ট কোনো ভ্যালিডিটি নেই। বর্তমান প্ল্যানের ভ্যালিডিটি শেষ হওয়ার পরই এগুলি শেষ হয়ে যায়।
আরও পড়ুন ⇒ নতুন বছরে Jio-র দুর্দান্ত অফার, এক রিচার্জেই ১ বছর সব ফ্রী
• রিলায়েন্স জিওর ১১ টাকার ডেটা প্ল্যান। যাতে গ্রাহকরা পাবেন ৪০০ এমবি ডেটা।
• ২১ টাকার ডেটা প্ল্যানে পাবেন ১ জিবি ডেটা
• ৫১ টাকার ডেটা প্ল্যানে পাবেন – ৩জিবি ডেটা