FIR কী, এফআইআর কীভাবে করতে হয়, জিডি কীভাবে করবেন

All you Need to KNow about FIR, How to FIR Online

আপনার যদি কোনো অভিযোগ থাকে কোন বিষয় সম্বন্ধে তা চুরি, ডাকাতি বা প্রাণহানি ,বা ভয় দেখানো বা সম্মান হানি,বা আরও যেসব ষড়যন্ত্র মূলক কাজকর্ম আছে তা সম্পর্কে তাহলে যা করতে হবে তা হল একটা অভিযোগ পত্র লেখা পুলিশকে জানিয়ে।যাকে আমরা বলে থাকি FIR বা First Investigation Report. আজকের আলোচনায় আমরা এই FIR সম্বন্ধেই বিস্তারিত জানবো।

What is FIR, এফআইআর কী ?

পুলিশি তদন্তের জন্য যখন আপনি একটি লিখিত অভিযোগ পত্র বা তথ্যের সারি পুলিশের সহায়তায় পুলিশের কাছে জমা দেন তা হল FIR। এটি একটি লিখিত তথ্য যা পুলিশ তৈরি করে  যখন আপনি আপনার বিরুদ্ধে ঘটে থাকা জ্ঞাতব্য শাস্তিযোগ্য কোন রূপ ঘটনার অভিযোগ থানায় জানিয়ে থাকেন।

What is FIR

সাধারণত এটা একটা অভিযোগ পত্র যা করে থাকেন অপরাধের শিকার হওয়া কোন ব্যক্তি বা তার সপক্ষে কোন ব্যক্তি। সবসময় যে অপরাধের শিকার হওয়া ব্যক্তি জানাবে তা কিন্তু নয়, অনেক সময় যে অপরাধের ঘটনা প্রত্যক্ষ করেছে বা যার মনে হয়েছে যে এটা একটা অপরাধ সেই ব্যক্তি তা সে যে কেউ হোক না কেন।

যদিও অনেক সময় সাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ FIR গ্রহণ করতে চায় না।এই অবস্থায় আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন পুলিশকে FIR নিতে বাধ্য করার জন্য। ১৯৭৩ সালের ভারতীয় পেনাল কোডের ১৫৪ ধারা অনুযায়ীই আপনার FIR হলো সেই প্রথম অভিযোগপত্র যার পরিপ্রেক্ষিতে পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে থাকবে।

কখন FIR করতে হয়?

FIR আপনি তখনই করতে পারেন যখন আপনার বিরুদ্ধে জ্ঞাতব্য কোন অপরাধ হয়েছে অর্থাৎ যেসব অপরাধের জন্য পুলিশের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার জন্য কোন গ্রেফতারি পরোয়ানা দরকার পড়ে না। এই FIR কে ভিত্তি করেই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারে এবং তার সপক্ষে ওঠা অভিযোগের তদন্ত করতে পারে। যদি কোন অপরাধ পুলিশি হস্তক্ষেপের উপযুক্ত নয় তাহলে সেক্ষেত্রে  তা আদালতের বিচার্য বিষয় নয় এবং সেক্ষেত্রে FIR নিতে পারে না পুলিশ।

কীভাবে FIR করতে হয়? How to Reister FIR

সাধারণভাবে FIR দাখিল করা বা জমা দেওয়ার তিন রকম উপায় আছে।

প্রথমত যিনি অপরাধের শিকার হয়েছেন তিনি সরাসরি পুলিশ থানায় এসে  তার লিখিত অভিযোগপত্র বা মুখের কথা লিপিবদ্ধ করে FIR দাখিল করতে পারেন।

দ্বিতীয়ত কোন ঘটনার সম্পর্কে তা সরাসরি বা তা ফোনের মাধ্যমেই হোক না কেন, অবহিত হওয়ার পর তা তদন্ত করে দেখে পুলিশ নিজে  থেকে FIR করতে পারে।

কোন অপরাধের ঘটনা কোথাও ঘটেছে , এমন জেনে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার থানার কোন সাব ইন্সপেক্টরকে ঘটনার সত্যতা জানতে ঘটনাস্থলে পাঠাবেন, ঘটনাস্থলে পৌঁছে যদি কোন প্রত্যক্ষ করেছেন এমন ব্যক্তির বয়ান একটি ডাইরিতে লিপিবদ্ধ করবেন,এই বয়ানের উপর ভিত্তি করেই পুলিশ পারে FIR দায়ের করতে।এইরকম উপায় অবলম্বন করে পুলিশ যখন  কোন জঘন্যতম অপরাধ সংগঠিত হয়।

পুলিশ FIR নিতে চায়না কেন?

বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে পুলিশ কোন অভিযোগ পাওয়ার সাথে সাথেই FIR দাখিল করতে চায় না। আসলে যে অভিযোগ পুলিশ পায় তার সত্যতা সম্বন্ধে পুলিশের মধ্যেই সন্দেহ থাকে। তাই তারা অভিযোগের সত্যতা খুঁজে তদন্ত করতে। আর তাছাড়া সাধারণত, চুরি, ছিনতাই, পকেটমারী, প্রভৃতি ঘটনার ক্ষেত্রে পুলিশ সাধারণত অভিযোগ পেলে তা তাদের মতো করে তদন্ত করে পুনরুদ্ধার করার চেষ্টা করে তাই, এইসব ক্ষেত্রে সহজেই পুলিশ FIR নিতে চায় না।

তবে ঘটনার তীব্রতা বিচার করে অনেক সময় FIR তৎক্ষনাৎ দায়ের করে নেয় পুলিশ। সাধারনত কোনও FIR দাখিল করার পর, সেই পুলিশ থানা থেকে তার এক কপি করে জেরক্স ওই থানা যে অঞ্চলের অন্তর্গত তার অতিরিক্ত পুলিশ সুপার,অতিরিক্ত জেলা পুলিশ কমিশনার এক, এবং দুইয়ের কাছে, এবং জেলা পুলিশ কমিশনার ও জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে পাঠিয়ে দিতে হয়।

আর তাই যদি ঘটনার সারবত্তা না থাকে তাহলে আপনার উঁচু মহলে আপনি একজন দক্ষ পুলিশ হিসাবে সম্মানিত না হয়ে অপমানিত হতে পারেন। আর তাই সবকিছু দেখে শুনে কোন থানার পুলিশ FIR দাখিল করে। কারণ শুধু বেশি সংখ্যক FIR দাখিল করার উপর থানার পুলিশ অফিসারদের পুরস্কার বা পদোন্নতি করা হয় না।

পুলিশ FIR নিতে না চাইলে কী করবেন?

যদি অফলাইনে বা সরাসরি পুলিশ আপনার অভিযোগের ভিত্তিতে FIR নিতে অস্বীকার করে তাহলে আপনি অনলাইনেও  FIR দাখিল করতে পারেন। যেমন ভারতের রাজধানী শহর দিল্লিতে আপনি অনলাইনে FIR দাখিল করতে পারেন e-FIR আপের সাহায্যে যেকোন জায়গা থেকে।

যদি আপনার বিরুদ্ধে ঘটে চলা কোন জ্ঞাতব্য অপরাধের উপর কোন নিম্ন পদস্থ পুলিশ FIR নিতে না চায়, তাহলে আপনি  আপনার FIR উচ্চ পদস্থ পুলিশের কাছে গিয়ে দাখিল করতে পারেন।

যদি তবুও পুলিশ আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে FIR দাখিল করতে না চায়, তাহলে আপনি ভারতীয় পুলিশ আইনের  ১৫৬ ধারার ৩ উপধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা নগরদায়রা ম্যাজিষ্ট্রেট এর কাছে গিয়েও আপনার অভিযোগ জানাতে পারেন। ম্যাজিস্ট্রেট পুলিশকে FIR গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আদেশ জানাতে পারে।

যখন পুলিশ অভিযোগের ভিত্তিতে FIR নিতে অস্বীকার করছিল তখন এরূপ ঘটনার ক্ষেত্রে ভারতীয় সর্বোচ্চ আদালত তাদের তীব্র অসন্তোষ জানিয়েছিল। ভারতীয় সংবিধানের ধারা ৪৮২ অনুযায়ী অভিযোগকারী ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট বা নগরদায়রা ম্যাজিষ্ট্রেট এর কাছে গিয়েও অভিযোগ জানানোর কথা বলেন। যদিও এইভাবে দাখিল হওয়া বেশিরভাগ FIR পুলিশের মতে পক্ষপাততুষ্ট হয় বলেই মনে করা হয়।

এছাড়াও ভারতীয় সর্বোচ্চ আদালত জানান যে FIR দাখিল হওয়ার সাত দিনের মধ্যেই পুলিশকে অভিযোগের সত্যতার অনুসন্ধান করে প্ৰথম তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।সাধারণত এইভাবে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রাথমিক তদন্তকে বেঁধে দেওয়ার মধ্যে পুলিশের প্রতি  অভিযোগকারী ব্যক্তির আশা যেমন জাগবে তেমনি ঘটনার তীব্রতা বুঝতেও  পুলিশের কোন রূপ ভুল কিছু হবে না।

FIR ও NCR এর মধ্যে পার্থক্য কি?

যখন কোন কিছু চুরি হয় আপনার কাছ থেকে তখন ভারতীয় পেনাল কোডের ৩৭৯ ধারা অনুযায়ী আপনি FIR দাখিল করতে পারেন। কিন্তু যদি কোন জিনিস আপনার হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি FIR দাখিল করতে পারেন না, এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হল আপনি একটি NCR করতে পারেন থানায় গিয়ে।NCR এর পুরো নাম হল Non Cognizable Report। অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে তা আপনার জ্ঞাতব্য বিষয়ের মধ্যে ছিল না, অর্থাৎ আপনার অজান্তেই হয়েছে। আর এইসব NCR শুধু মাত্র পুলিশ থানার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তা বিচারালয়ে বিচারকের কাছে পাঠানো হয় না। এবং এসব ক্ষেত্রে পুলিশের তদন্তের গুরুত্ব থাকে না। FIR লেখার ক্ষেত্রে পুলিশি ধারা দেওয়ার ব্যবস্থা থাকলেও, NCR লেখার সময় সেসব সুযোগ থাকে না বা লেখা হয় না।

জিরো FIR কী ?

সাধারণত তদন্ত যাতে সহজভাবে এবং সঠিক ভাবে হয় তার জন্য অপরাধ যে থানার সীমার মধ্যে সংগঠিত হয় সেই থানার মধ্যে অভিযোগ বা FIR দাখিল করতে হয়। কিন্তু অনেক সময় অনেকের সাথেই এমন কিছু অপরাধ সংগঠিত হয়ে থাকে যা সেই অঞ্চলের থানাতে অপরাধের অভিযোগ সম্পর্কে জানানো যায় না,বা FIR দাখিল করার মতো অবস্থায় থাকে না। আর তাই সরকার থেকে প্রত্যেক সাধারণ মানুষকে তাদের প্রতি ঘটে চলা শারীরিক বা মানসিক বা অন্যান্য অবিচারের সপক্ষে অভিযোগ জানাতে চালু করেছেন জিরো FIR এর ব্যবস্থা। এই ব্যবস্থায় আপনার অভিযোগ আপনি যেকোন থানায় গিয়ে জমা করতে পারেন বা FIR দাখিল করতে পারেন। সেই থানা থেকে FIR এর একটি কপি যেখানে ঘটনা ঘটেছে  তার অন্তর্ভুক্ত থানাকে পাঠিয়ে দেওয়া হবে এবং অপরাধের তদন্ত শুরু হবে।

FIR এর বেশ কিছু বৈশিষ্ট্য

  • FIR লেখার সময় পুলিশ নিজে থেকে বাড়তি কিছু লিখতে পারেন না, অর্থাৎ অভিযোগকারী যা তথ্য জানাবে সেইরকম ভাবেই পুলিশকে FIR লিখতে হবে।
  • জ্ঞাতব্য কোন অপরাধ সম্পর্কে FIR দাখিল করার সময় ,পুলিশকে অবশ্যই FIR লেখার পর তা সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ অভিযোগকারীকে পড়ে জানিয়ে দিতে হবে এবং তারপর অভিযোগকারীর অভিযোগ পত্রে স্বাক্ষর নিতে হবে শেষে।এবং FIR এর সাথে ওই অভিযোগপত্রও রাখতে হবে।
  • FIR কপির মধ্যে অবশ্যই যে থানায় আপনি অভিযোগ জানাচ্ছেন বা FIR দাখিল করছেন তার সিল, এবং FIR রেকর্ডকারী পুলিশ অফিসারের স্বাক্ষর থাকতেই হবে।এই FIR এর একটি কপিও অভিযোগকারী পাবেন পুলিশের কাছে থেকে।
  • যে ব্যক্তি অভিযোগ বা FIR দায়ের করতে থানায় যাচ্ছেন,তাকে অবশ্যই  ব্যক্তিগত ভাবে অপরাধের প্রকৃতি সম্পর্কে  জানতে হবে বা তিনি ঘটনা প্রত্যক্ষ করেছেন।
  • আপনি যদি আপনার প্রতি ঘটে যাওয়া কোন ঘটনার পরিপ্রেক্ষিতে দেরি করে অভিযোগ জানাতে যান বা FIR দাখিল করতে যান ,তাহলে অবশ্যই আপনাকে আপনার দেরি করার কারণ জানাতে হবে ।
  • অভিযোগকারী বা FIR দাখিল করা ব্যক্তির যদি তদন্ত চলাকালীন মৃত্যু ঘটে তাহলে তার FIR কেই বিচারালয়ে মৃত্যুকালীন জবানবন্দি বলে ধরে নেওয়া হয়ে থাকে।