বলিউড ছেড়ে টলিউডে এলেন এই জনপ্রিয় অভিনেত্রী, জি বাংলায় আসছে নতুন শো

জি বাংলায় আসছে নতুন শো, বলিউড ছেড়ে এবার টলিউডে এই জনপ্রিয় অভিনেত্রী

All You Need To Know About Dance Bangla Dance New Season`s Judges And Anchors Name

ইদানিং বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) এবং সিনেমা থেকে বহু অভিনেতা ও অভিনেত্রী বলিউড ও অন্যান্য বিনোদনের দুনিয়াতে কাজ করতে যাচ্ছেন। তবে এবার ঘটছে উলট পুরাণ। অর্থাৎ এখন শুধু বাংলা থেকেই যে প্রতিভারা গোটা দেশে কাজ করছেন এমনটা শুধু নয়, বলিউড (Bollywood) থেকেও নায়িকারা বাংলা ছোটপর্দায় কাজ করতে আসছেন। খুব শীঘ্রই জি বাংলায় (Zee Bangla) ঘটতে চলেছে এমনই একটি অভিনব ব্যাপার।

আগামী ১১ ই ফেব্রুয়ারি থেকে জি বাংলার পর্দায় আসছে নাচের নতুন রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স। মহাগুরু মিঠুন চক্রবর্তী বহু বছর বাদে আবার জি বাংলার নাচের শোতে ফিরছেন। এই শো এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অঙ্কুশ হাজরা। এর আগের সিজনে তার দুর্দান্ত সঞ্চালনা দর্শকরা বেশ পছন্দ করেছিলেন। তাই এবারও সঞ্চালক হিসেবে তাকেই ফিরিয়ে আনা হয়।

mithun chakraborty

তবে শুধু মিঠুন চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা নন, এই দফায় ডান্স বাংলা ডান্সে রয়েছে আরও একটি বড় চমক। কারণ এবার নাকি একজন বলিউড অভিনেত্রীও ডান্স বাংলা ডান্সের নতুন সফরের সঙ্গী হবেন। বলিউড ছেড়ে এবার বাংলা টেলিভিশনে কাজ করতে আসছেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। তাকে নাকি নতুন শোতে বিচারকের আসনে দেখা যাবে।

ইতিমধ্যেই এই খবর ঘিরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা নেটপাড়ায়। কিছুদিন আগেই স্টার জলসার ডান্স ডান্স জুনিয়রে অতিথি হিসেবে পা রেখেছিলেন মৌনি। তারপর তিনি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন তিনি বাংলাতে কাজ করতে পারলে খুশি হবেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি সেই সুযোগ পেয়েও গেলেন।

Mouni-Roy-2-1

তবে একা মৌনি নন, তার সঙ্গে বিচারকের আসন আলো করে থাকবেন টলিউডের দুই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং শ্রাবন্তী চ্যাটার্জী। শুভশ্রী এবং শ্রাবন্তী অবশ্য আগের বারেও ডান্স বাংলা ডান্সের সিজনে বিচারকের আসনে বসেছিলেন। তাদের সঙ্গে ছিলেন জিত। তবে এবার তিনিও থাকছেন কিনা সেটা জানা যায়নি। কিন্তু বলিউড এবং টলিউডের এই তিন সুন্দরীর সঙ্গে মহাগুরু মিঠুন চক্রবর্তীর উপস্থিতি নিঃসন্দেহে তাক লাগাতে বাধ্য।

mouni roy

আপাতত এই খবর সোশ্যাল মিডিয়াতে আগুনের মত ছড়িয়ে গিয়েছে। মৌনি অবশ্য একজন বাঙালি। তিনি কর্মসূত্রে থাকেন মুম্বাইতে। প্রথমে হিন্দি টেলিভিশনে কাজ করতেন তিনি। হিন্দিতে ‘নাগিন’ সিরিয়ালে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর সরাসরি বলিউডের ডাক পেয়ে যান তিনি। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে নজর কেড়েছিলেন তিনি। তবে বাংলার মেয়ে এই প্রথমবার বাংলায় কাজ করতে আসছেন।