ভারতের এই ৫ এলাকা দখল করতে চায় চীন

দীর্ঘ সময় ধরে ভারতের সাথে চীনের সীমান্ত বিবাদ থাকলেও তা রক্তক্ষয়ী মাত্রা সেভাবে নিতে দেখা যায়নি। শেষবার দেখা গিয়েছিল ৫৮ বছর আগে। আর তারপর আবার ১৫ই জুন লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনা সংঘাতে শহীদ হন ভারতের ২০ জন সেনা এবং ৪৩ জন চীনা সেনা।

এরপর থেকেই বিভিন্ন উপগ্রহ চিত্র থেকে ফুটে উঠছে কিভাবে চীন তার আগ্রাসন নীতি নিয়ে লাদাখের গালওয়ান উপত্যকা দখলের জন্য উঠে পড়ে লেগেছে। এই অবস্থায় ভারতকে সতর্ক করল তিব্বত।

সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লোবসাং সাঙ্গে জানালেনন, চিনা মাস্টারপ্ল্যানের কেবল একটি পর্ব হল লাদাখ। গোটা হাত দখল করতে নেমেছে চিন, লাদাখ তার একটি আঙুল মাত্র। চিনের স্ট্র্যাটেজি আসলে আরও অনেক বেশি বিধ্বংসী।

‘পিপলস রিপাবলিক  অফ চায়না’-র প্রতিষ্ঠাতা মাও সে তুং পাঁচ আঙ্গুলের যুদ্ধনীতি চালু করেছিলেন। সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লোবসাং সাঙ্গে এই নীতির বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, “মাও সে তুং এবং চীনের অন্যান্য নেতারা তিব্বতকে হাতের তালু মনে করতেন। আর সেই টার্গেট মতো তারা তিব্বত দখল করে।

এরপর হাতের পাঁচটা আঙুলের মতো বাকি এলাকা দখল করে নিজেদের অধিকারের পরিসীমা বাড়াতে হবে এই পরিকল্পনা নিয়ে চলছে।” অর্থাৎ তিব্বত যদি হাতের তালু হয় তাহলে সেই হাতের ৫টা আঙ্গুল হলো লাদাখ, নেপাল ভুটান সিকিম এবং অরুণাচল প্রদেশ।

এই পাঁচটি এলাকা অর্থাৎ পাঁচটি আঙ্গুল চীনের টার্গেটে রয়েছে বলে মনে করছেন সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লোবসাং সাঙ্গে।

এই সম্পর্কিত আরও খবর :- 

চীন ভারত যুদ্ধ লাগলে কোন কোন দেশ কার কার পক্ষ নেবে

চীনকে উচিত শিক্ষা দিতে ভারতের কাছে রয়েছে ৫টি বিকল্প

সেদিন রাতে ঠিক কি হয়েছিল, শুনুন বেঁচে ফেরা এক জওয়ানের মুখে

ভারত চীন দুই দেশের ঝামেলার পেছনে রয়েছে এই ৫টি কারণ

ডিলিট করুন সমস্ত চীনা অ্যাপ, পরিবর্তে ব্যবহার করুন এইসব অ্যাপ

চীনা অ্যাপ ভারতীয়দের জন্য ক্ষতিকারক কেন? কি বলছে সমীক্ষা

১৯৬২ সালে ভারতের সাথে চীনের শেষ বড় মাপের যুদ্ধ হয়। বর্তমানে তারা মুখে আলোচনার কথা বললেও লাদাখ দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে। যে কারণেই দীর্ঘ ৫৮ বছর পর সোমবার রাতে চীনা সেনাদের এমন ব্যবহার। এছাড়াও ২০১৭ সালের ডোকলাম সংঘাত এই ফাইভ ফিঙ্গার স্ট্রাটেজির অংশ বলেই মনে করছেন তিব্বত প্রধান। এছাড়াও তিনি ভারতকে সতর্ক করে বলেছেন তিব্বতের সাথে যা হয়েছে তা দেখে শিক্ষা নেওয়া উচিত ভারতের বলে।