ব্রিটিশ আমলে ভারতের প্রথম মহিলা সুপারস্টার, যার সৌন্দর্যে একসময় পাগল ছিল গোটা দেশ

সময়টা তখন ছিল ১৯২০। ভারতীয় সিনেমা (Indian Cinema) তখন সবে বিস্তার লাভ করতে শুরু করেছে। ওই সময় ভারতীয় চলচ্চিত্রে হাতেগোনা যে তারকাদের দেখা মিলত তাদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল খুবই কম। ১৯৩০ সালের দিকে ভারতীয় সিনেমার সেই খরাও কেটে যায়। বলিউডে (Bollywood) পা রাখেন প্রথম মহিলা চলচ্চিত্র অভিনেত্রী যার নাম ছিল নাসিম বানু (Naseem Banu)। তিনি ছিলেন বলিউডের প্রথম মহিলা সুপারস্টার।

দেশের প্রথম মহিলা সুপারস্টার, যাকে ওই সময়কালে এবং তার পরবর্তী কয়েক দশক পর্যন্ত দর্শকরা মনে রেখেছেন। তবে আজকের প্রজন্ম তার সম্পর্কে কতটুকু বা জানে? অভিনয় দক্ষতায় তিনি যেমন গুণী ছিলেন তেমনই রূপে ছিলেন লক্ষ্মী। অপরূপ সৌন্দর্যের কারণে তাকে ‘বিউটি কুইন’ আখ্যা দেওয়া হয়। জন্ম ১৯১৬ সালে দিল্লিতে। বাবা হাসানপুরের নবাব আব্দুল ওয়াহেদ খান। মা শমসাদ বেগম ছিলেন তৎকালীন সময়ের একজন সফল গায়িকা। নাসিম বানুর আসল নাম রওশন আরা বেগম।

দিল্লির কুইন মেরি হাই স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। তার মা কখনও চাননি তিনি অভিনয় করুন। তবে ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন নাসিম বানু। একবার ছবির শুটিং দেখার জন্য বম্বে শহরে গিয়েছিলেন নাসিম। সেখানেই অভিনেতা সোহরাব মোদি তাকে কাজ করে নেন পর পরবর্তী ছবির জন্য।

১৯৩৫ সালে ‘খুন কা খুন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে তার আত্মপ্রকাশ ঘটে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন অভিনেতা সোহরাব মোদী। এরপর তিনি ‘পুকার’ ছবিতে নূরজাহানের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এই ছবির জন্য তাকে গান শিখতে হয়েছিল এবং ঘোড়ায় চড়াও জানতে হয়েছিল। ছবির ‘জিন্দেগি কা সাজ ভি আয়া হ্যায়’ গানটি তখন অনেক জনপ্রিয়তা পায়।

তার জীবনে উল্লেখযোগ্য কিছু ছবির নাম হল, ‘ম্যায় হরি’, ‘চল চল রে’, ‘নওজোয়ান’, ‘জীবন স্বপ্ন’, ‘দূর চলে’, ‘আনোখি আদা’, ‘শীশমহল’, ‘নওশেরওয়ান ই আদিল’। একসময় তিনি বলিউডে একের পর এক ছবিতে অভিনয় করেছেন। সেই সময় তিনি প্রায় ৩৫০০ টাকা উপার্জন করতেন। তিনি তার ছোটবেলার বন্ধু এহসান-উল-হককে বিয়ে করেছিলেন। তবে দেশভাগের সময় এহসানকে চলে যেতে হয় পাকিস্তানে। মেয়েকে নিয়ে ভারতেই থেকে যান নাসিম।

নাসিম বানু এবং এহসানের একমাত্র কন্যার নাম সায়রা বানু। হ্যাঁ, ঠিকই চিনেছেন। ইনিই হলেন ৬০-৭০ এর দশকের বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। পরবর্তী দিনে তার সঙ্গে দিলীপ কুমারের বিয়ে হয়। অর্থাৎ নাসিম বানু ছিলেন সায়রা বানুর মা এবং দিলীপ কুমারের শাশুড়ি। ১৯৩০-১৯৫০, ২ দশক বলিউডকে সমৃদ্ধ করেছিলেন নাসিম বানু। তবে সেই বলিউডই আজ তাকে ভুলতে বসেছে।