

অনিল কাপুর (Anil Kapoor) এবং শ্রীদেবী (Sridevi), একসময় বলিউডে এই জুটিটা ছিল অনেক বেশি জনপ্রিয়। মিস্টার ইন্ডিয়া থেকে শুরু করে জুদাই (Judaai), অনিল-শ্রীদেবীর জুটি মানেই তখন বক্স অফিসে উপচে পড়ত টাকা। পরবর্তী দিনে শ্রীদেবী হয়েছিলেন অনিল কাপুরের বৌদি। বনি কাপুরকে বিয়ে করে তিনি ইন্ডাস্ট্রি থেকে ধীরে ধীরে সরে যেতে থাকেন। তবে অনিল-শ্রীদেবীর জুটি নিয়ে চর্চা এখনও চলে।
অনিল-শ্রীদেবীর অন্যতম জনপ্রিয় ছবি ছিল জুদাই। এই ছবির গল্পটা ছিল আর পাঁচটা ছবির গল্পের থেকে একেবারে আলাদা। ১৯৯৭ সালে রোমান্টিক কমেডি নির্ভর এই ছবিতে অনিল কাপুর এবং শ্রীদেবীর পাশাপাশি অভিনয় করেছিলেন উর্মিলা মাতন্ডকর। এছাড়াও দুই খুদে অভিনেতাও নজর কেড়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন মাস্টার ওমকার কাপুর (Omkar Kapoor)।
ছবিতে শ্রীদেবী এবং অনিল কাপুরের দুই ছেলের একজনের চরিত্রে অভিনয় করেছিলেন ওমকার। ছবিতে তার চরিত্রের নাম ছিল রোমি। ১৯৯৪ সালের তেলেগু চলচ্চিত্র ‘শুভলগ্নাম’ এর হিন্দি রিমেক ‘জুদাই’তে অনিল-শ্রীদেবীর ছেলে হিসেবে ছোট্ট ওমকারকে আজও মনে রেখেছেন দর্শকরা। সেই ছেলে আজ অনেক বড় হয়ে গিয়েছে। এখন আর তাকে দেখলে চিনতেই পারবেন না আপনি।
ছোট্ট ওমকার আজ অনেক বড় এবং হ্যান্ডসাম হয়েছেন। বর্তমানে তার বয়স ৩৫ বছর। জুদাইয়ের আগেও ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাসুম’ ছবিতেও তিনি শিশু অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন। সেটাই ছিল তার ডেবিউ ছবি। এরপর তিনি ‘জুড়ওয়া’তে সালমান খানের শৈশবের চরিত্রে অভিনয় করেন। তারপর গোবিন্দার সঙ্গে ‘হিরো নাম্বার ওয়ান’-এও অভিনয় করেছিলেন তিনি।
ছোটবেলাতে বহু ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন ওমকার। এরপর বড় হয়ে ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘ঝুটা কাহি কা’র মত ছবিতেও দেখা মিলেছে তার। তার চেহারা বলিউডের হিরোদের থেকে কিছু কম নয়। সোশ্যাল মিডিয়াতে বেশ নামডাকও রয়েছে তার। সুদর্শন এই অভিনেতাকে এখন দেখলে সবাই বলেন হিরো নাম্বার ওয়ান।
View this post on Instagram
শুধু সিনেমা নয় বেশ কিছু সিরিয়াল এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন ওমকার। তিনি হিন্দি সিরিয়ালের মধ্যে ‘ফিল্মি চক্কার’, ‘সিয়াসত’-এ অভিনয় করেন। আর ওয়েব সিরিজের মধ্যে তার ঝুলিতে রয়েছে ‘কৌশিকী’, ‘ভুত পূর্বা’, ‘ভ্রম’, ‘বিসাত’, ‘ফরবিডেন লাভ’ ইত্যাদি।