কেন অভিনয় ছেড়ে দিলেন প্রসেনজিতের ‘অমরসঙ্গী’ নায়িকা বিজয়েতা, কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী

একসময় টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood), নায়িকার ভূমিকায় চুটিয়ে কাজ করে গিয়েছেন অভিনেত্রী বিজয়েতা পন্ডিত (Vijayta Pandit)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘অমর সঙ্গী’ ছবিতে কাজ করেছিলেন তিনি। সেই ছবি আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। বলিউডের এই সুন্দরীকে টলিউডের পর্দায় দেখার জন্য দর্শকদের মধ্যে আগ্রহ ছিল চরমে।

শুধু প্রসেনজিৎই নয়, মহাগুরু মিঠুন চক্রবর্তী সঙ্গেও জুটি বেঁধে একাধিক বলিউড সিনেমাতে অভিনয় করেছেন বিজয়েতা। তবে একটা সময় পর আচমকাই ইন্ডাস্ট্রি থেকে তিনি যেন কোথাও উধাও হয়ে গেলেন। এখন আর তাকে কোনও ছবিতে দেখা যায় না। কেন অভিনয় ছেড়ে দিলেন বিজয়েতা? এখন অভিনয় ছেড়ে কীভাবে কাটছে তার দিন?

All you need to know about Vijayta Pandit

বিজয়েতার জন্ম হয়েছিল হরিয়ানার একটি রক্ষণশীল পরিবারে। তারা চার ভাইবোন, প্রত্যেকেই বলিউডে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন। তার দুই ভাই যতীন এবং ললিত বলিউডের প্রখ্যাত সুরকার। বিজয়েতার কেরিয়ার শুরু হয়েছিল রাজেন্দ্র কুমারের প্রযোজনার ছবি ‘লাভ স্টোরি’ দিয়ে। এই ছবিতে রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরব ছিলেন তার বিপরীতে নায়ক।

ছবিটি বক্স অফিসে ব্যাপক হিট হয়। সেই সঙ্গে শোনা যায় কুমার গৌরবের প্রেমে পড়ে গিয়েছেন এই সুন্দরী। তবে কুমার গৌরবের বাবা রাজেন্দ্র কুমার এই সম্পর্কটা মেনে নেননি। কুমার গৌরবের সঙ্গে বিচ্ছেদে নাকি ভীষণ ভেঙ্গে পড়েছিলেন নায়িকা। তারপর তিনি আবার অভিনয়ে মন দেন। ১৯৮৫ সালে ‘মহাব্বাত’ সিনেমার মাধ্যমে তিনি আবার তুমুল জনপ্রিয়তা পান।

এরপর ‘জিতে হ্যায় শান সে’, ‘দিওয়ানা তেরে নাম কা’, ‘জলজলা’, ‘পেয়ার কা তুফান’ এর মত একাধিক সুপার হিট ছবিতে তিনি ছিলেন নায়িকা। সেই সঙ্গে টলিউডে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে ‘অমর সঙ্গী’ ছবিতে অভিনয় করে গোটা বাংলার মন জয় করে নেন বিজয়েতা। কুমার গৌরবের পর বলিউডের পরিচালক সমীর মালকিনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন তিনি। তাদের বিয়েও হয় কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়।

এরপর অভিনয় জগত থেকে পুরোপুরি সরে যান বিজয়েতা। অভিনয় ছেড়ে গান নিয়ে নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন। গানের জগতেও তিনি কিন্তু অনেক প্রশংসা পেয়েছেন। বেশ কিছু ছবিতে তিনি প্লেব্যাক গান। এরপর সঙ্গীত পরিচালক এবং সুরকার আদেশ শ্রীবাস্তবকে বিয়ে করে এখন পরিবার এবং দিদি সুলক্ষণা পণ্ডিতের সঙ্গে ভালভাবেই কাটছে তার দিন।