কুচুটে ননদ হয়েই রয়ে গেলেন, কালো বলেই কি নায়িকা হতে পারলেন না ‘ধূলোকণা’র ডলি

স্টার জলসার (Star Jalsha) ‘ধুলোকণা’ (Dhulokona) ধারাবাহিক দর্শকদের থেকে পাচ্ছে অনেক ভালবাসা। ধারাবাহিকে শুধু নায়ক-নায়িকাকেই নয়, প্রত্যেকটি চরিত্রকেই গুরুত্ব দেন লেখিকা লীনা গাঙ্গুলি। লালনের দিদি অর্থাৎ ফুলঝুরির ননদ ‘ডলি’ চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ ধারাবাহিকের গল্পের খাতিরে। এই চরিত্রটিকেই পর্দায় ফুটিয়ে তুলছেন অভিনেত্রী সাহানা দত্ত (Sahana Dutta)।

কুচুটে স্বভাব থেকে ডলি এখন অনেকটাই ভাল হয়ে গিয়েছে। ডলি চরিত্রটির প্রতিটি শেডস পর্দাতে দক্ষতার সঙ্গেই ফুটিয়ে তুলছেন সাহানা। এছাড়া স্টার জলসার ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকেও নায়কের বোনের চরিত্রে অভিনয় করছেন সাহানা। পেছনে ফিরে তাকালে দেখা যাবে কেরিয়ারের অধিকাংশ সিরিয়ালে কেবল বোন কিংবা ননদের চরিত্ররা পেয়েছেন সাহানা।

এই ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে ১৫টা বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী। শ্যামলা ত্বক, উজ্জ্বল চোখ, দুর্দান্ত অভিনয় দক্ষতার অধিকারিনী এই অভিনেত্রী কখনও নায়িকা হতে পারেননি। তবুও তিনি দর্শকদের কাছে ভীষণই প্রিয় একজন অভিনেত্রী। ২০০৭-২০০৮ সালে ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন তিনি। সেই থেকে ধারাবাহিকভাবে একের পর এক সিরিয়ালে তিনি কাজ করে চলেছেন।

প্রতিদান, নেতাজি, মহারাজ শ্রীকৃষ্ণ, কন্যা, কোজাগরী, খনা, ধূলোকণা, গোধূলি আলাপ এর মত একাধিক সিরিয়াল রয়েছে তার ঝুলিতে। বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। অথচ অভিনয় ক্ষমতা থাকা সত্ত্বেও কখনও নায়িকা হতে পারেননি সাহানা, তা কি কেবল তার শ্যামলা ত্বকের কারণে?

তবে এখন তো বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির বর্ণ বৈষম্য থেকে সরে এসেছে। বাংলা সিরিয়ালের নায়িকার শ্যামলা ত্বকের অধিকারিনী হতে পারেন তা দেখিয়ে দিয়েছে কৃষ্ণকলি, অনুরাগের ছোঁয়া। আবার অভিনেত্রী শ্রুতি দাস প্রমাণ করে দিয়েছেন শ্যামলা ত্বকের মেয়েরাও নায়িকা হতে পারেন।

তবে চরিত্র যাই হোক না কেন, প্রতিবার নিজের জাত চিনিয়েছেন সাহানা। এই মুহূর্তে স্টার জলসার ২-টি ধারাবাহিক তার ঝুলিতে রয়েছে। দুই ক্ষেত্রেই তিনি দর্শকদের মন জিতে নিচ্ছেন বারবার। লালনের দিদির ডলি ননদ হিসেবে ফুলঝুরির আর চড়ুইয়ের সঙ্গে ঝগড়া করে, চড়ুইয়ের সঙ্গে তো হাতাহাতিও হতে বসেছিল। আবার এই সাহানাই গোধূলি আলাপে নোলকের ননদ হয়ে ননদ-বৌদির একটা মিষ্টি সম্পর্ককে ফুটিয়ে তুলছেন টিভির পর্দায়। জাত অভিনেত্রী না হলে কি আর এত ভাল অভিনয় করতে পারতেন সাহানা?