‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের নায়কের দিদি আসলে কে? রইল অভিনেত্রীর সম্পূর্ণ পরিচয়

বাংলা মিডিয়ামে বিক্রমের দিদি আসলে টলিউডের নামী অভিনেত্রী, রইল সুহানার আসল পরিচয়

All You Need To Know About Bangla Medium Fame Actress Sampurna Lahiri

বর্তমানে স্টার জলসাতে (Star Jalsha) নতুন ধারাবাহিকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তিয়াসা লেপচার (Tiyasha Lepcha) নতুন সিরিয়াল বাংলা মিডিয়াম (Bangla Medium)। এই সিরিয়ালটি মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকাতে ভাল ফলাফল দিতে শুরু করেছে। সিরিয়ালটি দর্শকরা পছন্দ করছেন শুধু নায়ক-নায়িকার জন্য নয়, অন্যান্য পার্শ্ব চরিত্ররাও নজর কাড়ছেন নিঃসন্দেহে।

বর্তমানে এই সিরিয়ালটিতে নায়ক অর্থাৎ নীল ভট্টাচার্যের বোনের চরিত্রে অভিনয় করছেন সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)। নায়ক ভিকি অর্থাৎ বিক্রমের বোন সুহানার চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটছে। তাকে দেখে বহু দর্শকেরই চেনা চেনা মনে হতে পারে। কারণ বাংলা টেলিভিশন কিংবা টলিউডে তিনি নতুন মুখ নন। একাধিক বাংলা সিরিয়াল এমনকি বহু সিনেমাতেও অভিনয় করেছেন সম্পূর্ণা।

sampurna lahiri

সম্পূর্ণ কলকাতার মেয়ে। তিনি ২০১২ সাল থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। টেলিভিশনের পর্দায় ‘তারে আমি চোখে দেখিনি’ সিরিয়ালের হাত ধরে তিনি প্রবেশ করেছিলেন। এরপর কালার্স বাংলা তে ‘ব্যোমকেশ’, ‘রবি ঠাকুরের গল্প’, স্টার জলসাতে ‘নজর’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। ‘নজর’ সিরিয়ালে ডাইনী মায়ার চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল।

সম্পূর্ণা তার জীবনে অসংখ্য বাংলা ছবি এবং কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ২০১২ সালে ‘গোড়ায় গন্ডগোল’ সিনেমা দিয়ে বলিউডে তার যাত্রা শুরু হয়। এরপর একে একে ‘এক্সিডেন্ট’, ‘৫ অধ্যায়’, ‘টেক ওয়ান’, ‘জানবাজ’, ‘জেনানা’, ‘অন্তর্লীন’, ‘দুর্গা সহায়’, ‘হরিপদ হরিবল’, ‘আমার শহর’ ইত্যাদি বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন।

sampurna lahiri 1

এরপর হইচইতে ‘বউ কেন সাইকো’, ‘ডার্ক ওয়েব’ সিরিজেও তিনি অভিনয় করেছিলেন। আবার প্রডিউসার হিসেবে ‘মিনি’ ছবিতেও তিনি তার অর্থ বিনিয়োগ করেছিলেন। মোটকথা বাংলা টেলিভিশন এবং টলিউডের একজন দাপুটে অভিনেত্রী হলেন সম্পূর্ণা। বর্তমানে তিনি স্টার জলসার জনপ্রিয় বাংলা মিডিয়াম সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন বটে, তবে এখানে তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ।

sampurna lahiri 2

আসলে এই সিরিয়ালে সম্পূর্ণার চরিত্রটিতে অনেকগুলি শেডস রয়েছে। একদিকে সুহানা তার ভাই ভিকির প্রতি ভীষণ দুর্বল। ভাই চোখের আড়াল হলেই উদ্বিগ্ন হয়ে পড়ে সে। অন্যদিকে সে বাংলা মিডিয়াম কিংবা সেখানকার পড়ুয়াদের সহ্য করতে পারে না। ইন্দিরার প্রতি তার নাক উঁচু মনোভাব রয়েছে। দুটি আলাদা আলাদা শেডস নিজের চরিত্রের মধ্যে ভালভাবেই ফুটিয়ে তুলছেন সম্পূর্ণা।