বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গে ক্রিকেটারদের প্রেমের খবর এসেছে বহুবার। ইন্ডাস্ট্রির কোনও কোনও তারকা অভিনেত্রী তো আবার ক্রিকেটারদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে সংসারও করছেন। শুধু ভারত নয়, বিদেশি তারকা ক্রিকেটারদেরও রূপের জাদুতে আচ্ছন্ন করে ফেলেন বলিউড নায়িকারা। এমনই একজন অভিনেত্রী ছিলেন অমৃতা আরোরা (Amrita Arora)।
নাম শুনে হয়ত বা অনেকেই চিনতে পেরেছেন তাকে। তিনি হলেন বলিউডের আইটেম গার্ল মালাইকা আরোরা (Malaika Arora) -র বোন। অমৃতা নিজেও কিন্তু বলিউডের বেশ কিছু ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেন। তবে তিনি চর্চায় এসেছিলেন পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর। কেরিয়ারের তুলনায় তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি বিতর্ক রয়েছে।
অমৃতা আরোরা কমবখত ইশক, আওয়ারা পাগল দিওয়ানার মত বেশ কিছু ছবিতে কাজ করেন। কিন্তু এখন আর তাকে ছবি দুনিয়াতে দেখা যায় না। ছবির বদলে তিনি সোশ্যাল মিডিয়াতে এখন বেশি সক্রিয় থাকেন। কেরিয়ারের শুরুতে ২০০৪ সালে পাকিস্তানের ক্রিকেটার উসমান আফজল (Usman Afzal) -র সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকার বোন।
ওই সময় উসমান এবং অমৃতার সম্পর্ক নিয়ে বলিউডের অন্দরে অনেক চর্চা হয়েছিল। যদিও তাদের সম্পর্কটা খুব বেশিদিন টেঁকেনি। প্রেম শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। এর ঠিক কিছুদিনের মধ্যেই অমৃতা তার বান্ধবীর স্বামীর প্রেমে পড়েন। তার বান্ধবী তার বিরুদ্ধে স্বামী চুরি করার অভিযোগ করেন।
অমৃতা উসমানের পর তার বান্ধবীর স্বামী শাকিলের প্রেমে পড়েছিলেন। ২০০৬ সালে উসমানের সঙ্গে বিচ্ছেদের পর শাকিল তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন। আসলে অমৃতা এবং শাকিল কলেজে পড়ার সময় থেকেই একে অপরের বন্ধু ছিলেন। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়লে সমস্যা সৃষ্টি হয় বান্ধবী নিশাকে নিয়ে। এদিকে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অমৃতা।
আরও পড়ুন : মালাইকার আগে ‘ছাঁইয়া ছাঁইয়া’ নাচের প্রস্তাব এসেছিল হাতে, সুযোগ ফিরিয়ে আজ পস্তাচ্ছেন এই ৫ অভিনেত্রী
শাকিল এরপর তার স্ত্রীর নিশাকে ডিভোর্স দেন। অমৃতা এবং শাকিল এর পর বিয়ে করেন। বিয়ের পর তিনি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। উল্লেখ্য, অমৃতা এবং মালাইকার মা হলেন খ্রিস্টান, বাবা পাঞ্জাবি, আর অমৃতার স্বামী মুসলিম। সোশ্যাল মিডিয়াতে মালাইকা এবং অমৃতার দিদি-বোনের জুটি বেশ হিট। দুই বোনের বন্ডিং নজরকাড়া।
আরও পড়ুন : বিয়ে না করেই অন্তঃসত্ত্বা? ৫০ পেরিয়ে মা হতে চলেছেন মালাইকা, মুখ খুললেন অর্জুন কাপুর