বদলা শুরু! ঐতিহাসিক সিধান্ত সিনে অ্যাসোসিয়েশনের

গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। প্রায় সাড়ে তিনশো কেজি বিস্ফোরক বোঝাই এসইউভি নিয়ে সিআরপিএফ-এর ট্রাকে ধাক্কা মারে তরুণ জইশ জঙ্গি আদিল আহমেদ দার ওরফে ওয়াকাস। মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যান ৪০জন জওয়ান। পরে জানা যায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯।

এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানি গায়কদের বয়কট করার আগেই বলেছিলেন রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মান সেনা। শনিবার এমএনএস-এর সংস্কৃতি বিষয়ক শাখার তরফে ভারতের বড় সব মিউজিক কোম্পানিগুলিকে এ কথা জানানো হয়। এমএনএস চিত্রপট সেনার প্রধান আমে খোপকার জানান, “আমরা ভারতের সব বড় মিউজিক কোম্পানি, যেমন টি-সিরিজ, সনি মিউজিক, ভেনাস, টিপস মিউজিক প্রভৃতির সঙ্গে মৌখিকভাবে কথা বলেছি। তাদের বলা হয়েছে, কোনও পাকিস্তানি গায়কের সঙ্গে কাজ না করতে। যারা কাজ শুরু করেছে, তাদের ইতিমধ্যেই কাজ বন্ধ করতে বলা হয়েছে। নইলে আমরা নিজেদের মত করে পদক্ষেপ নেব।”

পুলওয়ামার ভয়াবহ আত্মঘাতী হামলার প্রতিবাদে ইতিমধ্যেই ছবির শ্যুটিং বন্ধ করে দিয়েছেন অমিতাভ বচ্চন। প্রতিটি শহিদ জওয়ানের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন বিগ বি। তবে কেবল অমিতাভই নন, শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনার খরচ চালানর প্রতিশ্রুতি দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিএক্টার বীরেন্দ্র শেহওয়াগ এবং গৌতম গম্ভীরও। এমনকী নিজেদের বিভিন্ন শ্যুটিংয়ের কাজও বন্ধ রেখেছেন তাঁরা।

পুলওয়ামায় হামলার জেরে পাকিস্তানি অভিনেতা ও শিল্পীদের আনুষ্ঠানিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সোমবার টুইটে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

টুইটে বলা হয়েছে, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে পাকিস্তানি অভিনেতা ও শিল্পীরা কাজ করছেন, তাঁদের সম্পূর্ণরূপে ব্যান করার কথা ঘোষণা করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।’ টুইটে তুলে ধরা হয়েছে সংগঠনের বিবৃতিও।

পাকিস্তানের কোনও শিল্পীকেই যে টিনসেল টাউনে জায়গা দেওয়া হবে না তা স্পষ্ট করে নিজেদের বিবৃতিতে জানিয়ে দিয়েছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন’। সংগঠনের কথায় দেশই সবার আগে। কোনও সংস্থা পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে AICWA।

‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক রৌনক সুরেশ জৈন পুলওয়ামার জঙ্গি হানার কড়া ভাষায় নিন্দা করেছেন। তিনি বলেন, “জওয়ানদের মৃত্যু খুবই দুঃখজনক। শহিদদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমাদের সংগঠন দেশের পাশে আছে। এ ধরণের জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

Read More : ভারতীয় সেনার বড় সাফল্য, খতম মাস্টারমাইন্ড রসিদ গাজী

ওই টুইটে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি কোন ভারতীয় শিল্পী পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করতে চায় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে তাকে নিষিদ্ধ করা হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য আতিফ আসলাম ও রাহাত ফাতে আলী খানের একটি গান মুক্তি পেয়েছিল টিভি চ্যানেল থেকে জঙ্গি হামলার এই ঘটনার পর ইউটিউব থেকে সেই গান তুলে নেওয়া হয়েছে।