৫৫ তে পা রাখলেন অলকা ইয়াগনিক, নানান অজানা গল্পে ফিরে দেখা গায়িকার জীবন

নব্ব‌ই দশকের সংগীতশিল্পী অলকা ইয়াগ্নিক ৫৫ বছর বয়সে পা দিলেন সম্প্রতি। লতা,আশার মত কিংবদন্তিদের সময়েই  কখনো কুমার শানুর সাথে কখনো বা উদিত নারায়ণের সাথে গান গেয়ে নিজের প্রতিভা প্রমাণ করেছেন তিনি।

প্রায় তিন দশক ধরে ভারতীয় সঙ্গীতের ময়দান যিনি দাপিয়ে শাসন করেছেন, তিনি অলকা ইয়াগনিক।  ৫৪ তম জন্মদিন পালন করলেন কাল। ১৯৬৬ সালে কলকাতার একটি গুজরাতি পরিবারে আলকা ইয়াগনিকের জন্ম হয়।

   

গানের জগতে তাঁর প্রথম প্রতিভার প্রকাশ ঘটে মাত্র ছয় বছর বয়সে। এই বয়সেই অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে সঙ্গীত জগতে পাড়ি দিয়েছিলেন তিনি। এরপর দশ বছর বয়সে মায়ের হাত ধরে মুম্বাইতে চলে যান।

১৯৮০ তে “পায়েল কি ঝংকার’ছবিতে প্রথম প্লেব্যাক করেন। তেজাব ছবিতে ইয়াগনিকের “এক দো তিন” গানটি তাঁকে সাফল্য়ের চূড়ায় পৌঁছে দেয়। এছাড়াও অসংখ্য ছবিতে গান ও গেয়েছেন তিনি।

২ বার তিনি সম্মানজনক জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন এছাড়াও ৭ বার পেয়েছেন ফিলম ফেয়ার আওয়ার্ডে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার। এছাড়া পুরস্কারের ঝুলিতে আরও অনেক পুরস্কার আছে তার। এর পাশাপাশি ‘ভয়েস অফ ইন্ডিয়া’, ‘সারেগামাপা  লিটেল চ্যাম্পে’র মত বিচারকের দায়িত্ব ও পেয়েছেন এই সংগীতশিল্পী।

১৯৮৯ তে তিনি বিয়ে করেছিলেন শিলং এর ব্যবসায়ী নীরজ কাপুরকে। যদিও মাঝে কিছু বছরের সেপারেশন অবস্থায় ছিলেন তারা, কিন্তু বর্তমানে মেয়েকে নিয়ে একইসঙ্গে থাকেন অলকা ও নীরজ।

উল্লেখ্য, অলকার মা শুভাও একজন শাস্ত্রীয় সংগীত শিল্পী। মায়ের থেকে ই এই সঙ্গীত প্রতিভা তার মধ্যে প্রবাহিত হয়েছে বলা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Alka Yagnik (@therealalkayagnik)