জিতের অভিনব উদ্যোগ, প্রশংসায় পঞ্চমুখ খিলাড়ি অক্ষয় কুমার, জানালেন ধন্যবাদও

করোনার প্রথম ঢেউ সামলে যখন ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ, তখন প্রেক্ষাগৃহের দরজা সাধারণের জন্য খুলে গিয়েছিল। যদিও আগের তুলনায় প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা অনেক কমে যায়। তার উপর আবার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ফের প্রেক্ষাগৃহের তালা বন্ধ হয়ে যায়। এখন অক্ষয় কুমারের নতুন ছবির হাত ধরে আবারও সিনেমা হলে দর্শকের সমাগম হতে চলেছে। নেটিজেনরাও এই ছবি নিয়ে বেশ উৎসাহিত। সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলারে দর্শকের উৎসাহ ধরা পড়েছে।

টলিউড (Tollywood) এবং বলিউড (Bollywood), আজ মিলেমিশে একাকার। সৌজন্যে দুই ইন্ডাস্ট্রির দুই মহাতারকা! একজন হলেন টলিউড সুপারস্টার জিৎ (Jeet), অপরজন বলিউডের খিলাড়ি, অক্ষয় কুমার (Akshay Kumar)। দুই তারকার মেলবন্ধনে সোশ্যাল মিডিয়া মুখরিত হয়ে উঠেছে। বলিউড এবং টলিউডের দুই সেরা তারকার মধ্যে যে কতখানি সুসম্পর্ক থাকতে পারে, সম্প্রতি তার নিদর্শন মিললো নেট মাধ্যমে।

শুধু নিদর্শন কেন? জিৎ এর উপর সন্তুষ্ট হয়ে খোদ অক্ষয় কুমার তাকে ধন্যবাদ জানালেন! কিন্তু কেন? এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে উঠছে? তাহলে বরং একবার ঘুরে আসুন জিতের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। কারণ সেখানে টলিউড সুপার স্টার একে একে তিনটি ছবি পোস্ট করেছেন। অক্ষয় কুমারের প্রতি সৌজন্য দেখিয়ে এক বিশেষ সাজে সেজে উঠেছেন জিৎ। জিতের পরণে রয়েছে বেলবটম (Bell Bottom) পোশাক!

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

অক্ষয়ের আসন্ন ছবি ‘বেলবটম’ শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তার আগে ছবির উদ্দেশ্যে সৌজন্য দেখিয়ে নেটিজেনদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন টলিউড সুপার স্টার। জিৎের পরণে রয়েছে বেল বটম প্যান্ট এবং তার সঙ্গে মানানসই জাকেট ও সানগ্লাস। এই লুকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেতা। তার সঙ্গে ক্যাপশনে লেখা, “এই সাজ সেই ব্যক্তির জন্য যার কোড নাম বেল বটম। এটি প্রেক্ষাগৃহগুলিকে আবার নতুন করে শুরু করতে যাচ্ছে”।

অক্ষয় কুমারের নতুন ছবি নিয়ে এমনিতেই দর্শকের মনে উৎসাহ কিছু কম নেই। তার উপর আবার জিতের এমন অভিনব বার্তা এবং অভ্যর্থনা ছবি ঘিরে কৌতূহল এবং উৎসাহের পারদ দর্শকের মনে আরও একমাত্রা চড়িয়ে দিয়েছে। যার ফলে জিতের এই পোস্ট অক্ষয় কুমারের নজরে পড়তেই অভিভূত হয়ে পড়েছেন অক্ষয়। তাই তিনি তাকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন নেটমাধ্যমে। আবার অক্ষয়ের প্রতি পাল্টা ভালোবাসা জানিয়েছেন জিৎ।

জিতের এই পোস্ট নেটিজেনদেরও অভিভূত করেছে। টলিউডের অপর এক তারকা ঋতাভরী চক্রবর্তী এই পোস্টের নিচে ভালোবাসার প্রতিক্রিয়া দিয়েছেন। প্রায় ৫০ হাজারের কাছাকাছি নেটিজেন জিতের এই সাজ পছন্দ করেছেন। লাইক কমেন্টে ভরে উঠছে কমেন্ট বক্স। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এই প্রথম অক্ষয় কুমারের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তাই বলিউড তারকার আসন্ন ছবির প্রতি এভাবেই শুভেচ্ছাবার্তা পাঠালেন টলিউড সুপারস্টার।