বয়কটের জেরে কেরিয়ার নষ্টের আশঙ্কায় উড়েছে রাতের ঘুম, হাতজোড় করে ক্ষমা চাইলেন অক্ষয়

বলিউড (Bollywood) নিয়ে দেশবাসীর ক্ষোভের শেষ নেই। বলিউড তারকাদের কেচ্ছা-কাহিনী এমনিতেই তাদের প্রতি দর্শকদের বীতশ্রদ্ধ করে তোলে। তার উপর আবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা নেপোটিজম বিতর্কের আগুনে ঘিয়ের কাজ করে। এখন দর্শকরা নিশ্চয় করে ফেলেছেন, কিছুতেই তারা মাদকাসক্ত, নেপোকিড ও ভারতীয় সংস্কৃতির অপমানকারীদের সিনেমা দেখবেন না।

বয়কট খান, বয়কট বলিউডের চক্করে মহা বিপদে পড়ে গিয়েছেন অভিনেতা অক্ষয় কুমারও (Akshay Kumar)। না, তার প্রতি অবশ্য সরাসরি কোনও অভিযোগ নেই দর্শকদের। কিন্তু বলিউডের প্রতি দর্শকদের যে ক্ষোভ তাতে অক্ষয়ের সিনেমা ‘বচ্চন পান্ডে’ থেকে শুরু করে ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ও ‌ রীতিমত ফ্লপ হয়েছে। তবে এর জবাবে অক্ষয় কুমার যা বললেন তা মন ছুঁয়ে গেল সকলের।

After 'Laal Singh Chaddha', Netizens Demands to Boycoyy 'Pathaan' & Vikram Vedha

এতদিন বয়কট প্রসঙ্গে বলিউড তারকাদের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলেই তারা রীতিমত ফুঁসে উঠেছেন। ছবি ফ্লপ হওয়া প্রসঙ্গে গোটা বলিউড মিলে দায়ী করেছে দর্শকদেরই। তাপসী পান্নু থেকে শুরু করে অর্জুন কাপুররাও মুখ খুলে বিতর্কিত মন্তব্য করেছেন। সেই জায়গায় অক্ষয় কুমার কিন্তু একমাত্র তারকা যিনি সমস্ত দায়ভার নিজের উপর চাপিয়ে নিয়েছেন।

আগামী সেপ্টেম্বর মাসে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‘কাটপুতলি’ সিনেমাটি। এই ছবিটি দক্ষিণের সুপারহিট সিনেমা ‘রাত শাসন’ এর হিন্দি রিমেক। ছবিতে অক্ষয় কুমার ছাড়া অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, সরগুণ মেহতা এবং চন্দ্রচূড় সিং। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই তিনি মুখ খুলেছেন বয়কট প্রসঙ্গে।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতা চালানোর সময় বলিউডের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হয় অক্ষয় কুমারকে। তিনি প্রশ্ন শোনা মাত্রই বলেন, “সিনেমাগুলি ব্যবসা করতে পারছে না। এটা আমাদের দোষ, আমার দোষ। আমায় পরিবর্তন করতে হবে। দর্শকরা কী চাইছেন আমাদের বুঝতে হবে। এখানে আমায় ছাড়া আর কাউকে দোষী করা উচিত হবে না।”

উল্লেখ্য, অক্ষয় কুমারের আসন্ন এই সিনেমাটির ট্রেলার কিন্তু দর্শকরা বেশ পছন্দ করেছেন। ছবির পরিচালক রঞ্জিত তিওয়ারি বলেছেন এই ছবিটি দক্ষিণের ‘রাত শাসন’ ছবির দ্বারা অনুপ্রাণিত। ছবির শুটিং হয়েছে মুসৌরি এবং যুক্তরাজ্যে। ‘কাটপুতলি’ ছাড়াও অক্ষয় কুমারের ঝুলিতে আছে ‘রাম সেতু’, ‘ওএমজি ২’ এবং ‘সুরারাই পত্রু’ ছবির হিন্দি রিমেক।