বলিউডে (Bollywood) প্রায়ই দেখা যায় ৫০ উত্তীর্ণ নায়কেরা নিজেদের থেকে অর্ধেক বয়সের এমনকি তার থেকেও কম বয়সের নায়িকাদের সঙ্গে ছবিতে অভিনয় করছেন। কিন্তু উল্টোটা তো কখনো দেখা মেলে না! ৫০ উত্তীর্ণ নায়িকার কথা কি কখনও ভাবতে পারবে বলিউড? প্রশ্ন উঠছে অক্ষয় কুমার (Akshay Kumar) এবং মানুষী চিল্লারের (Manushi Chillar) আসন্ন ছবি ‘পৃথ্বীরাজ’ (Prithviraj) নিয়ে। যেখানে নায়কের বয়স ৫৪ বছর, আর নায়িকা ২৪ বছর বয়সি।
সদ্য ‘পৃথ্বীরাজ’ এর ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। আর সংযুক্তার ভূমিকায় অভিনয় করে প্রথমবার বলিউডে পা রাখছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। ছবির ট্রেলার ইতিমধ্যেই ভাইরাল। তবে সমালোচকদের সমালোচনা কিছু কম হচ্ছে না ছবিটিকে নিয়ে। কারণ, নায়ক-নায়িকার বয়সের বিস্তর ফারাক। এই ফারাক নিয়েই প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
বলিউডে কখনও বর্ণবিদ্বেষ, কখনও বা নায়ক-নায়িকার পারিশ্রমিকের ফারাক নিয়ে, আবার কখনও লিঙ্গ বৈষম্য নিয়ে প্রশ্ন উঠতেই থাকে। অক্ষয় কুমার এবং মানুষী চিল্লারের আসন্ন ছবি ‘পৃথ্বীরাজ’ তার ব্যতিক্রম হলো না। উপরন্তু, বেশি বয়সের নায়ক এবং কম বয়সী নায়িকার রোমান্স দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন নেটিজেনরা। নায়িকার বয়স থেকে নায়কের বয়স দ্বিগুণ! এ প্রসঙ্গে জনৈক নেটিজেন এর স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন তুললেন।
Akshay does not deserve this role. He is 54 year old while Manushi is 24 year old. His accent shows he didn't prepare well for the role & neither he looks grandeur. They should have taken someone young, tall & talented like Sushant S. Rajput to play the legendary Rajput King.
— Dipiya Dilawari (@Dipdil) November 15, 2021
কেউ আবার প্রশ্ন করলেন, অক্ষয় কুমারের কাছে কি ‘কানাডিয়ান পাসপোর্ট’ আছে নিজের থেকে কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স করার? বলিউডে নায়ক নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি সতর্কতার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন ওই নেটিজেন। কেউ লিখলেন, পৃথ্বীরাজ চৌহানের যখন মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল ৪৩ বছর। সেই জায়গায় ৫৪ বছর বয়সি একজন নায়ক পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করছেন! নেটিজেনরা আরও লিখেছেন, বলিউডে এখন ৫০ বছরের কম বয়সি নায়ক নেই! আবার সংযুক্তার চরিত্রে যিনি অভিনয় করছেন তার বয়স ২৪! বলিউডের দুর্ভাগ্য যে ৫০ বছরের নায়িকা নেই বলিউডের কাছে। তাই ‘বাচ্চাদের’ দিয়ে অভিনয় করানো হচ্ছে।
https://twitter.com/saahil_dama/status/1460213476324827143?s=20
টিজারের শেষের দিকে দেখা যাচ্ছে, একহাতেই সংযুক্তাকে ঘোড়ায় তুলে পিছনে বসালেন পৃথ্বীরাজ তথা অক্ষয়। সেই দৃশ্য দেখেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। এক নেটিজেন (Netizen) লিখেছেন, ‘এটা বাইক নয়’,অন্য এক নেটিজেন লিখেছেন, ‘পৃথ্বীরাজ যখন সংযুক্তাকে স্বয়ম্বর থেকে যখন নিয়ে যান তখন তাঁকে ঘোড়ায় নিজের সামনে বসিয়েছিলেন।’, আরেক নেটিজেন প্রশ্ন তোলেন,’কেন রানিকে ঘোড়ার পিছনে বসিয়েছেন পরিচালক?’ এরকমই নানা কমেন্টে ভরে উঠেছে টুইটার (twitter)। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন পৃথ্বীরাজের তলোয়ারের আকৃতি নিয়েও। সবমিলিয়ে ‘পৃথ্বীরাজ’ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দর্শকমহলে।