ফের দক্ষিণী সিনেমার জয়জয়কার সারা দেশজুড়ে। তবে এবার অল্লু অর্জুনের ব্লকবাস্টার হিট ‘পুষ্পা’কেও চোখ রাঙাতে শুরু করেছে দক্ষিণী সুপারস্টার অজিতের (Ajith Kumar) নতুন ছবি ভালিমাই (Valimai)। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবিটি। মুক্তি পাওয়ার পরপরই রেকর্ড সাফল্য পেয়েছে ভালিমাই। বক্সঅফিসে উপচে পড়ছে টাকা। মাত্র একদিনের মধ্যেই রেকর্ড গড়েছে বক্স অফিসে।
গত ২৪শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। মুক্তির দিনই ইতিহাস গড়ে ফেলেছে ভালিমাই। রজনীকান্ত থেকে শুরু করে অল্লু অর্জুন, সকলকে পেছনে ফেলে দিয়েছেন অজিত একাই। প্রথম দিনেই ৬২.৩৬ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। কাজেই অদূর ভবিষ্যতে ছবির সাফল্য হতে চলেছে আকাশ ছোঁয়া। শীঘ্রই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে ২০০ কোটি ছাড়িয়ে যেতে দেরি হবে না। ভালিমাইকে নিয়ে আশাবাদী নির্মাতারা।
এই তামিল ছবিটি হিন্দি থেকে শুরু করে একাধিক ভাষায় ডাবিং করা হয়েছে। তাই গোটা দেশজুড়ে আঞ্চলিক সিনেমা হলগুলোতে শোরগোল ফেলে দিয়েছে ভালিমাই। ভারত ছাড়াও শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরবেও মুক্তি পেয়েছে ছবিটি। বিদেশেও ছক্কা হাঁকাতে শুরু করেছেন অজিত। কোটি কোটি উপার্জন আসছে ছবি থেকে।
এদিকে অজিতের ভক্তদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। সারা দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা। অজিতের বিশাল পোস্টার বানিয়ে দুধের স্নান করিয়েছেন ভক্তরা। ছবি মুক্তির দিন অজিত সিনেমা হলে পৌঁছলে তার গাড়ি দুধ এবং দই দিয়ে স্নান করিয়ে দেন ভক্তরা। অজিত এবং তার ছবির ফ্যানবেসের এর থেকেই আন্দাজ পাওয়া যায়।
অচিরেই বাহুবলির রেকর্ডও ছাপিয়ে যেতে পারেন তিনি। এই ছবিতে অজিত ছাড়াও বলিউড থেকে জাহ্নবী কাপুর এবং হুমা কুরেশিও অভিনয় করেছেন। অজিত দক্ষিণের সুপারস্টার। এর আগে ভেদালাম, ভিরাম দ্য পাওয়ার ম্যানের মত একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।