এই পৃথিবীতে অনেকসময় দুটি মানুষের চেহারার মধ্যে একটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন তরুণীর ছবি ভাইরাল হয়েছে। এই তরুণীকে দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন নেটাগরিকরা। ভাইরাল হওয়া ঐ ছবিটির তরুণী হুবুহু ঐশ্বর্যরাই বচ্চনের মত দেখতে।
অভিষেক বচ্চনের স্ত্রী অমিতাভ বচ্চনের পুত্রবধূ গ্ল্যমার কুইন ঐশ্বর্যের সৌন্দর্যের ছটায় মুগ্ধ সমগ্র বিশ্ববাসী। সেই সৌন্দর্যের মিল এক পাকতরুণীর সাথে খুঁজে পেয়ে আবেগে ভাসলেন নেটিজেনরা। নীল নয়না চোখ থেকে শুরু করে মুখের আদলে এই তরুণী যেন হুবুহু বচ্চন ঘরণী।
আমনা ইমরান নামের পাক বংশোদ্ভূত ঐ তরুণী মার্কিন মুলুকে থাকেন। সম্প্রতি বলিউডের পাপারাতজি ভাইরায় ভায়ানি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বচ্চনঘরণীর সঙ্গে সাদৃশ্য থাকা এই নীলনয়না তরুণীর ছবি পোস্ট করেন আর তারপর ই এই ছবি দেখে বিস্মিত হয়ে যান নেটাগরিকরা।
ঐশ্বর্যের চেহারার সাথে হুবহু মিল খুঁজে পেয়ে অনেক নেটিজেনরাই বলেছেন যে প্লাস্টিক সার্জারির সাহায্য ই এমনটা করেছেন তিনি। যদিও নেটিজেনদের এই বক্তব্যকে ভুল বলে উল্লেখ করে আমনা জানিয়েছেন তার এই সৌন্দর্য একেবারেই স্বাভাবিক। আমনার কথায়-“না আমি কোনওরকম সার্জারির সাহায্য নিইনি। দয়া করে নেগেটিভ কমেন্ট করা থেকে বিরত থাকুন।”
পেশায় বিউটি ব্লগার আমনা তার সাথে বচ্চন ঘরণীর এই তুলনাকে যে বেশ উপভোগ করছেন তা স্পষ্ট ই বোঝা যাবে আমনার ইনস্ট্রাগ্রাম প্রোফাইলে নজর দিলেই। নিজের ইনস্টাগ্রামে নিজেকে কপিক্যাট বলে উল্লেখ করেছেন তিনি।
View this post on Instagram