‘কাঁচা বাদাম’ অতীত, বাজার কাঁপাতে চলে এল নতুন গান ‘কালো আঙ্গুর’

বাজার কাঁপাচ্ছে চাচার ‘কালো আঙ্গুর’ গান

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন বীরভূমের বাদাম কাকু। ‘কাঁচা বাদাম’ গান নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মাতামাতি শুরু হয় তা কার্যত আর কোনও টলিউড কিংবা বলিউড গানের ক্ষেত্রে দেখা যায়নি কখনও। সোশ্যাল মিডিয়াতে একটানা দীর্ঘ বেশ কয়েক মাস ধরে রাজত্ব করেছে কাঁচা বাদাম (Kacha Badam)। তবে এবার কাঁচা বাদামের রাজ্যপাট লোপাট হওয়ার মুখে!

ইদানিং শুধু বাদাম বিক্রেতা নয়, ফল বিক্রেতা এবং অন্যান্য ফেরিওয়ালারাও সোশ্যাল মিডিয়ার নজর কাড়ছেন। ভুবন বাদ্যকরের পর তার জায়গা ছিনিয়ে নিতে মাঝে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলেন পেয়ারা কাকু। পেয়ারা বিক্রি করার সময় গান গেয়ে তিনিও প্রশংসা অর্জন করেছিলেন। রাতারাতি ভাইরাল হয়েছিল তার সেই ভিডিও। এবার আঙ্গুর (Kalo Angur Song) বিক্রেতাও ঠিক একইভাবে ভাইরাল হলেন।

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি নতুন ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। এবারের বিষয় কালো আঙ্গুর। ভিডিওতে দেখা যাচ্ছে এক ফেরিওয়ালা ভ্যানের মধ্যে পেয়ারা এবং কালো আঙ্গুর বিক্রি করছেন। হাতে চায়ের কাপ ধরে গান গাইছেন তিনি। পেয়ারার বদলে কালো আঙ্গুর নিয়েই তিনি গান বেঁধে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। এইভাবে আঙ্গুর ফেরি করতে করতে সোশ্যাল মিডিয়াতে নজর কাড়লেন তিনি। যদিও তিনি কোথাকার বাসিন্দা, কী তার নাম, সেসব কিছুই এই ভিডিও থেকে জানা যায়নি।

কালো আঙ্গুরের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়ছে। লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন এবং কমেন্ট বক্সে মন্তব্য করছেন। কালক্রমে কাঁচা বাদাম এবং কাঁচা পেয়ারা গানের মত হয়তো বা কালো আঙ্গুরও ট্রেন্ড হয়ে দাঁড়াতেই পারে! কে বলতে পারে? ভাইরাল এই চাচার গান নিয়েও মাতামাতি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

উল্লেখ্য, গত বছর ভাইরাল হয়েছিল ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি। অনেকেই ভেবেছিলেন রানু মন্ডলের মতই খুব তাড়াতাড়িই ভুবন বাদ্যকরের জনপ্রিয়তাতেও ভাটা পড়বে। তবে তেমনটা হতে দেননি নেটিজেনরা। দীর্ঘদিন ধরে তারা গানটিকে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করে রেখেছেন। রাজ্য এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের সঙ্গীতশিল্পী মহলেও ঠাঁই পেয়েছে ‘কাঁচা বাদাম’। ‘কালো আঙ্গুর’ এর সঙ্গেও এমনটা হয় কিনা সেটাই এখন দেখার।