বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ২ ধারাবাহিক, আসছে নতুন ২টি ধারাবাহিক

টিআরপির অভাবে স্টার জলসার কাছে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে জি বাংলা (Zee Bangla)। টিআরপির সেরা দশের তালিকায় জি বাংলার হাতেগোনা কিছু ধারাবাহিক ঠাঁই পেয়েছে। অথচ কয়েক মাস আগে পর্যন্ত জি বাংলাই ছিল সবার সেরা। কিন্তু জি বাংলার যে ধারাবাহিকগুলি একসময় টিআরপির সেরা তিনে জায়গা দখল করে নিয়েছিল সেগুলি আজ সেরা দশে তো দূরের কথা, তালিকায় সব থেকে পিছিয়ে পড়ছে।

টিআরপির অভাবে সদ্য শেষ হয়ে গেল ‘অপরাজিতা অপু’। একসময় সেরা তিনে একটানা জায়গা ধরে রেখেছিল ধারাবাহিকটি। একইভাবে ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) ধারাবাহিকটিও জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল। কিন্তু গত কয়েক মাসে এই ধারাবাহিকের টিআরপি ক্রমশ কমেছে। একদিকে যখন জি বাংলাতে একের পর এক নতুন ধারাবাহিক আসছে তখন পুরনো ধারাবাহিককেই ছেড়ে দিতে হচ্ছে জায়গা।

‘পিলু’, ‘গৌরী এলো’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘উড়ন তুবড়ি’র মত ধারাবাহিকগুলি সদ্য শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এবার নাকি জি বাংলাতে আরো দুটি ধারাবাহিক আসতে চলেছে। এই খবরে খুশি দর্শকরা। তবে নতুন ধারাবাহিক আসছে মানেই পুরনো ধারাবাহিক বন্ধ হওয়ার পালা। এই মুহূর্তে জি বাংলাতে ‘কড়ি খেলা’ এবং ‘যমুনা ঢাকি’ টিআরপির বিচারে সব থেকে পিছিয়ে রয়েছে। অতএব নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হওয়ার মুখে এই দুই ধারাবাহিক।

হিন্দুস্থান টাইমস বাংলা সূত্রে জানা যাচ্ছে, ‘কড়ি খেলা’র আগে ‘যমুনা ঢাকি’কেই বিদায় জানাতে চাইছে চ্যানেল। শীঘ্রই জি বাংলাতে নতুন ২টি ধারাবাহিক আসছে। এর মধ্যে একটি সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় সংস্থার ধারাবাহিক। চ্যানেলের তরফ থেকে অবশ্য এখনও অফিশিয়ালি ধারাবাহিক বন্ধের খবর জানানো হয়নি। তবে স্টুডিও পাড়াতে এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

সদ্য ৬০০ তম পর্ব অতিক্রম করেছে ‘যমুনা ঢাকি’। কিন্তু এক টানা খারাপ ফলাফল দেখে চ্যানেলের তরফ থেকে ধারাবাহিকে এবার ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। আগামী মাসের শেষের দিকে কিংবা মে মাসের শুরুতেই বন্ধ হতে পারে ‘যমুনা ঢাকি’। ‘কড়ি খেলা’ ধারাবাহিকটিও শীঘ্রই চ্যানেলের কোপের মুখে পড়তে পারে। তবে তার আগে একবার ধারাবাহিকের সময় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।