মধুচক্র ও দেহব্যবসার সঙ্গে জড়িত বলিউডের এই ৫ অভিনেত্রী

ভারতীয় সিনেমা জগতে একদিকে যেমন আছে গ্ল্যামার তেমনই এর কিছু অন্ধকার দিকও আছে। মাদক থেকে মধুচক্র,বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে বারংবার জড়িয়ে পড়েছে এই ইন্ডাস্ট্রি। এই জগতে বেশ কিছুবার অভিনেত্রীদের নাম জড়িয়ে পড়েছে মধুচক্র কাণ্ডে। কখনও বা প্রত্যক্ষ তো তখনও পরোক্ষ ভাবে মধুচক্রে জড়িত থাকার অভিযোগে উঠেছে তাদের দিকে।

নানা সময়ে গোটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কেঁপে উঠেছে এমনই সব গুরুতর অভিযোগে। কখনও খুব জনপ্রিয় মুখ বেরিয়ে আসে পর্দার আড়াল থেকে, তো কখনও আবার উঠতি কোনও অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে ওঠে অভিযোগ। প্রত্যক্ষ ভাবে, কখনও বা পরোক্ষ ভাবে দেহব্যবসার সঙ্গে জড়িয়ে গিয়েছে কয়েকজন পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রীর নাম।

তামিল ধারাবাহিক ‘বীণারানি’ এর মুখ্য চরিত্র হওয়ার সুবাদে দর্শকদের কাছে খুব পরিচিত ছিলেন তিনি।২০১৮ সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, মধুচক্র চালাতেন তিনি।গোপন সূত্র থেকে মধুচক্রের খবর পেয়ে চেন্নাইয়ের পানায়ূড়ের একটি রিসর্টে অভিযান চালায় চেন্নাই পুলিশ।

সূত্র ঠিক খবরই দিয়েছিল। রিসোর্টে ভিন রাজ্যের বেশ কয়েকজন দেহকর্মীকে উদ্ধার করে পুলিশ।এরপরেই অভিযোগ ওঠে, ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার নাম করে দরিদ্র পরিবারের মেয়েদের এনে মধুচক্র চালাতেন সঙ্গীতা বালান।

নিজের কেরিয়ারে বরাবরই বিতর্কের মুখে পড়েছেন  অভিনেত্রী শার্লিন চোপড়া। ‘কামসূত্র থ্রি ডি’ ছবিতে অভিনয় করছিলেন তিনিই কিন্তু মুক্তির আগে ছবির একটি ঘনিষ্ট দৃশ্য ভাইরাল হয়ে যাওয়ায় এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী।তার নামে যখন মধুচক্র চালানোর অভিযোগ আসে তিনি সেটা প্রথমেই স্বীকার করে নেন।

তিনি সরাসরি বলেন, সিনেমায় যদি ডাক না আসে তাহলে তিনি টাকা পয়সা কোথা থেকে পাবেন? তিনি এও জানান যে টাকার জন্য বিভিন্ন মানুষের বেডরুমে যেতে হয়েছিল তাকে। বিষয়টি নিয়ে বিশেষ জলঘোলা হওয়ার আগেই মধুচক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছিলেন শার্লিন। অকপটে এও স্বীকার করে নিয়েছিলেন, যে পয়সার কারণেই তাঁকে বিভিন্ন মানুষের সঙ্গে বেডরুম অবধি ছুটতে হত।

অভিনয় জগতের বেশ পরিচিত মুখ অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ।২০০৩ সালে মাকড়ি ছবির জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরষ্কার পেয়েছিলেন তিনি।২০১৪ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধেও মধুচক্রে জড়িত থাকার অভিযোগে ওঠে। হায়দ্রাবাদের একটি হোটেলে মধুচক্রে জড়িত থাকার অভিযোগে ওঠে তার বিরুদ্ধে।ফলস্বরূপ তাকে গ্রেফতার করে পুলিশ।

সে সময় সংবাদমাধ্যমে হায়দরাবাদ পুলিশের তরফেই শ্বেতার একটি বিবৃতি পাওয়া গিয়েছিল। সেই বিবৃতিতে বলা হয়েছিল যে, অভাবে পড়েই যৌনপেশায় জড়িয়ে যেতে হয়েছে তাঁকে। পরবর্তীকালে হায়দরাবাদের আদালত শ্বেতাকে ক্লিন চিট দেওয়ার পরক্ষণেই সংবাদমাধ্যমকে খোলা চিঠি লিখেছিলেন শ্বেতা বসু প্রসাদ। চিঠিতে তিনি দাবি করেছিলেন, যে ধরা পড়ার পরে তাঁর যে ‘স্বীকারোক্তি’র কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, তার আদ্যোপান্ত ভুয়ো।

পাক অভিনেত্রী আরশি খানের বিরুদ্ধে মধুচক্রে জড়িত থাকার অভিযোগে উঠলেও কখনই সেই অভিযোগ স্বীকার করেননি অভিনেত্রী।তার অভিযোগ ছিল, অকারণ হেনস্থা করা হচ্ছে তাকে।তিনি একবার সংবাদমাধ্যমকে জানান, পুণেতে শো করতে এসে একটি হোটেলে উঠেছিলেন তিনি।সেখানে রাত পৌনে একটা নাগাদ ক্রাইম ব্রঞ্চের দশ জন অফিসার এসে তার রুম নক করতে থাকে।

তার কথায় তিনি পাকিস্তানি মুসলিম বলেই তাকে গ্রেফতার করতে এসেছিলেন অফিসাররা,এমনকি তার সমস্ত ডকুমেন্টস কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন যে তিনি ফোনের রেকর্ডার অন করে ফেলায় সম্পূর্ন মিথ্যে এই কেসটিকে চাপা দেওয়ার জন্য অভিনেত্রীর কাছে নাকি ১৫ লাখ টাকা চায় পুলিশ।

অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে পুলিশের তরফে জানানো হয় যে তাদের কাছে আরশি এবং তাঁর এজেন্টের কথাবার্তার সম্পূর্ণ কল রেকর্ড রয়েছে।অবশেষে আরশি কে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : বলিউডে মাদক চক্রে জড়িয়েছেন এই ১৫ অভিনেতা-অভিনেত্রী

অভিনেত্রী দীপ্তি নাভালের বিরুদ্ধে যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে উঠলেও সেই অভিযোগকে রটনার নাম দেন অভিনেত্রী। তার কথায় সংবাদমাধ্যম তার বিরুদ্ধে এই গুজব ছড়িয়েছে।

আরও পড়ুন : মধুচক্র থেকে গোপন ভিডিও ফাঁস হওয়া বলিউডের বিতর্কিত অভিনেত্রীদের তালিকা

কেরিয়ারের স্বার্থে কখনও উঠতি অভিনেত্রীর ‘কম্প্রোমাইজ’। কখনও আবার জনপ্রিয় অভিনেত্রীর আজীবন পুরনো লাইফস্টাইল ধরে রাখার চেষ্টা। তাতেই কি এই ধরনের ফাঁদে পা দিচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি? এই ধরনের ফাঁদ কি অনন্তকাল ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সামনে পাতা থাকবে? যতবারই এই ধরনের ঘটনা সামনে আসে নড়েচড়ে বসে প্রশাসন। আর যেই না সেখান থেকে প্রচারের আলো নিভতে থাকে, আবার সেই যা কার তাই!