বিয়েতে হ্যাট্রিক, অভিনেত্রী শ্রাবন্তীর সম্পত্তির পরিমাণ কত জানেন

ব্যক্তিগত সম্পর্কে চলতে থাকা টানাপোড়েনের কারণে প্রায় সবসময়ই টলি টাউনের “টক অফ দা টাউন’ থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। জনপ্রিয়তার দিক থেকেও অনেককে ছাপিয়ে গিয়েছেন তিনি। বিগত কিছুদিন ধরে রোশন সিং এর সাথে তার তৃতীয় দাম্পত্যের চলতে থাকা মনোমালিন্য নিয়ে জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। বেশ কিছুদিন ধরেই স্বামী রোশন সিং এর সাথে সোশ্যাল মিডিয়া ওয়ার চলছে তার।সোশ্যাল মিডিয়ায় ২৩ লক্ষেরও বেশি ফলোয়ার আছে তার।এখানে তিনি নিজের বিভিন্ন ছবি শেয়ার করে ফলোয়ারদের মজিয়ে রাখেন।

 

   

বর্তমানে মূলত ছেলে ঝিনুক এবং তার নতুন নিয়েই মজে আছেন অভিনেত্রী। পাশাপাশি চুটিয়ে করছেন শুটিংও।টলি টাউনের অভিনেত্রীদের মধ্যে প্রথম সারির অভিনেত্রী তিনি। কিন্তু জানেন কি কত সম্পত্তির মালিক তিনি?

সূত্র থেকে জানা যায় এক একটি সিনেমায় অভিনয়ের জন্য ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি। এছাড়াও শ্রাবন্তীর কলকাতার বাড়ির আনুমানিক মূল্য ৭ কোটি টাকা। এই বাড়িতেই থাকেন তিনি।এছাড়াও একটি বিশাল মূল্যের রিসোর্ট এবং বিলাসবহুল ফ্ল্যাট তার নামে আছে।

বাড়ি ছাড়াও একাধিক গাড়ি আছে তার কাছে। এই গাড়ি গুলোর মধ্যে কয়েকটি বেশ দামী।পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও তার ইনকাম খুব একটা কম হয়না।সূত্র থেকে জানা যায় ৪৩ কোটি টাকা সম্পত্তির মালিক শ্রাবন্তী।

আরও পড়ুন : শ্রাবন্তীর থেকেও সুন্দরী শ্রাবন্তীর হবু বউমা, দেখুন অভিমন্যুর গার্লফ্রেন্ডের কিছু ছবি