তৃণমূলের সংসদ তথা টলিউড অভিনেত্রী নুসরত জাহান ও তার স্বামী নিখিল জৈনের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনার কথা ২০২০ র শেষ দিক থেকেই শোনা যাচ্ছিল। ২০১৯ এ দুজনে বিয়ে সারেন সুদূর তুরস্কে গিয়ে আর তারপর এক বছর হতে না হতেই তাদের সম্পর্কের মধ্যে জটিলতা বৃদ্ধি পেতে থাকে। সম্পর্ক অবনতি হতে হতে এমন জায়গায় এসে পৌঁছায় যে নুসরত নিজের বাড়িতে চলে আসেন।নুসরত ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ না খুললেও বর্তমানে তারা যে আর একসাথে থাকেন না সেই বিষয়টি স্পষ্ট করে দেন নিখিল জৈন।
এরপর নিজেদের ইনস্টা প্রোফাইলে একে অপরের ছবি ডিলিট করা থেকে শুরু করে মাঝেমধ্যেই নানা রকম ইঙ্গিতপূর্ণ পোস্ট দুজনের সম্পর্কের মধ্যে অবনতিকেই তুলে ধরে। নাম না করে একজন অপরজনকে সোশ্যাল সাইটে বিভিন্ন পোষ্টের মাধ্যমে প্রকাশ্যেই বিদ্ধ করেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার স্টোরিতে আবার ও একটি বার্তা লিখেছেন নুসরত জাহান। এটি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। এই পোস্টটি ও তার সম্পর্কের অবনতির দিকটিই তুলে ধরেছে। ঠিক কী লিখেছেন নুসরত? এই পোস্টে নুসরত লিখেছেন, “I still believe in love.I just have a hard time believing in people” অর্থাৎ “এখনো ভালবাসায় বিশ্বাস করি শুধু কঠিন সময় লোকের উপর বিশ্বাস করতে অসুবিধা হয়।’
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই পোস্টটি কাকে উদ্দেশ্য করে লেখা? না তার প্রকাশ্য কোনো উত্তর মেলেনি। তবে নুসরতের এই পোস্টের পরক্ষণেই নিখিল তার একাউন্টে একাধিক ছবি পোস্ট করেন ও সেখানে সেই ছবিগুলির ক্যাপশনে তিনি লেখেন, “অনেক ক্ষেত্রেই পড়েছি,তবে আরও উঁচুতে উঠতে হবে।’
View this post on Instagram
আরও পড়ুন : “বউ বউয়ের মতো থাকো নাহলে ঠ্যাং ভেঙে দেব”, নুসরতকে নিখিলের হুমকি
দুজনের এই নিরন্তর বাকযুদ্ধ থেকে ভক্তদের অনেকেই ভেবে নিয়েছেন যে পোস্টগুলি একে অপরকে উদ্দেশ্য করেই করা। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই একটি সংবাদমাধ্যমে বলা হয়েছিল যে নিখিল নাকি নুসরতকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন যদিও পরবর্তীকালে নুসরত সেই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেন।