মুম্বাইয়ের পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বাঙালি অভিনেত্রী, মালাবদল থেকে সাতপাক, রইল বিয়ের অ্যালবাম

বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়লেন বাঙালি অভিনেত্রী! রইল বিয়ের অ্যালবাম

Actress Devoleena Bhattacharya Aka Gopi Bahu`s Marriage Album

বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে (Devoleena Bhattacharya) চেনেন না সিরিয়াল প্রেমীদের মধ্যে এমন একজনকেও পাওয়া যাবে না। সারা দেশের মানুষ তাকে ‘গোপী বহু’ নামে এক ডাকেই চেনেন। দীর্ঘ সময় পর্যন্ত হিন্দি টেলিভিশনের পর্দায় কাজ করেছেন দেবলীনা। বিয়ের এই মরসুমে মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিলেন বিয়ের মুহূর্তের নানা ছবি।

নাচের একটি রিয়েলিটি শো থেকে হিন্দি টেলিভিশনের পর্দায় দেবলীনার যাত্রা শুরু হয়। তারপর তার হাতে আসে ধারাবাহিকে কাজ করার সুযোগ। ধারাবাহিকে কাজ করে খুব তাড়াতাড়ি নিজের একটা পরিচিতি গড়ে তুলেছিলেন দেবলীনা। এরপর তিনি বিগ বস ১৩তে প্রতিযোগিতায় অংশ নেন এবং তারপর তার জনপ্রিয়তা রাতারাতি আরও বেড়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by Devoleena Bhattacharjee (@devoleena)

হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি বিয়ে করেছেন। রীতিমত গোপনে চুপিসারে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। বিয়ের খবর আগেভাগে কাউকেই টের পেতে দেননি দেবলীনা। মুম্বাই এর কাছে একটি পাহাড়ি এলাকাতে নিতান্তই সাদামাটাভাবে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিয়ের পর বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। তখনই তার বিয়ের খবর জানাজানি হয়।

দেবলীনা স্বামী সোনু শেহনাওয়াজ পেশায় একজন জিম ট্রেনার। পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছেন তারা। বিয়ের দিন কনের হাতে ছিল শাখা-পলা, পরনে ছিল লাল শাড়ি, হীরের হার এবং গলায় ছোট্ট মঙ্গলসূত্র, এই সাজেই দেখা মিলেছে দেবলীনার।

বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে সোনুর সঙ্গে ছবি শেয়ার করে দেবলীনা লিখেছেন, “হ্যাঁ, আমি চিরকালের জন্য তোমার হলাম, চিরাগ নিয়ে খুঁজলেও তোমার মতো কাউকে পেতাম না। আমার সব কষ্টের জবাব তুমি। তোমাকে খুব ভালবাসি সোনু।” ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘‘আপনাদের সকলের সামনে আড়ালে থাকা রহস্যময় সঙ্গী। পরিচয় করে নিন সোনুর সঙ্গে। আপনাদের সকলের জামাইবাবু।’’

 

View this post on Instagram

 

A post shared by Devoleena Bhattacharjee (@devoleena)

দেবলীনার বিয়ের অনুষ্ঠানে হিন্দি টেলিভিশন জগতের থেকে তেমন কারও দেখা মেলেনি। তবে তার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অনস্ক্রিন দেওর বিশাল সিংহ। সোশ্যাল মিডিয়াতে তার বিয়ের খবর প্রচার হতেই তারকারা সকলে মিলে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরাও।