৭০ বছরেও দুর্দান্ত এনার্জি! ‘এক্কা দোক্কা’র ঠাম্মি অনুসূয়া মজুমদারের অভিনয়ে মুগ্ধ দর্শকরা

শুধু বাংলা ধারাবাহিক (Bengali Mega Serial) নয়, বাংলা সিনেমার দুনিয়াতেও পরিচিত নাম অনুসূয়া মজুমদার (Anusuya Majumder)। এক দশকেরও বেশি সময় ধরে বাংলা ধারাবাহিকের দর্শকরা তাকে চেনেন। বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই, অভিনয় দক্ষতা কাকে বলে তা এই প্রজন্মের তার কাছ থেকেই শেখা উচিত। স্টার জলসার (Star Jalsha) ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka) ধারাবাহিকের ঠাম্মির প্রশংসায় তাই পঞ্চমুখ দর্শকরা।

অনুসূয়া মজুমদার একজন ভার্সেটাইল অভিনেত্রী। সেই সঙ্গে অত্যন্ত পরিশ্রমী তিনি। একটা সময় ছিল যখন তিনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানির চাপ সামলে নাচ এবং অভিনয় সমানতালে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। এত বড় কোম্পানিতে চাকরি করার পাশাপাশি নাচ ও অভিনয়ের জন্য সময় বের করে নেওয়াটা নেহাত মুখের কথা ছিল না।

একটা সময় চুটিয়ে থিয়েটার করতেন অনুসূয়া মজুমদার। নাটক করতে করতেই প্রথমবার সিনেমাতে অভিনয়ের সুযোগ চলে আসে তার হাতে। তার প্রথম ছবির নাম ছিল ‘বৃত্ত’। যদিও সেই ছবিটি মুক্তি পায়নি আজও। এরপর পরিচালক মৃণাল সেন মঞ্চে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে ‘মহা পৃথিবী’ ছবির প্রস্তাব দিয়েছিলেন।

মৃণাল সেনের ছবির পর ‘কালরাত্রি’, ‘ভাল থেকো’, ‘চিত্রাঙ্গদা’, ‘গোত্র’, ‘মুখার্জীদার বউ’ ছবিতে অভিনয় করেন তিনি। প্রত্যেকটি ছবিতে তার অভিনয় প্রশংসা পেয়েছেন দর্শকদের। সিনেমাতে অভিনয় করার পাশাপাশি বাংলা টেলিভিশনেও তিনি একের পর এক ধারাবাহিকের অভিনয় করেছেন। যার মধ্যে ‘কুসুমদোলা’, ‘কুন্দ ফুলের মালা’, ‘অন্দরমহল’, ‘গাছকৌটো’ উল্লেখযোগ্য।

এই চার ধারাবাহিকে পরপর নয়, একইসঙ্গে চারটি ধারাবাহিকে অভিনয় করতে হত তাকে। এটাও যেকোনও অভিনেতা বা অভিনেত্রীর পক্ষে খুব একটা সহজ নয়। তবে অনুসূয়া মজুমদার অন্য ধাতুতে গড়া। তার কাছে যেন অসম্ভব বলতে কিছুই নেই। তার কথায় একটি সিরিয়ালে চরিত্র থেকে বেরিয়ে অন্য সিরিয়ালের চরিত্রে ঢুকে যেতে তার কোনও অসুবিধা হয় না।

এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন অসুবিধা হলে তিনি কাজটা তো করতেই পারতেন না। বর্তমানে তাকে স্টার জলসাতে ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকের নায়ক পোখরাজের ঠাকুমার চরিত্র দেখা যাচ্ছে। তার চরিত্রে কিছু নেগেটিভ শেডস রয়েছে। ৭০ বছর বয়সেও তার এনার্জি, স্ক্রিন প্রেজেন্স অমলিন রয়েছে। ভবিষ্যতে তিনি নিজেই সিনেমা পরিচালনা করার পরিকল্পনাও করে রেখেছেন।