গদাই ঠাকুরের বিবাহ বার্ষিকী।নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন তিনি। জি বাংলায় রানী রাসমণি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha) নিজের সোশ্যাল মিডিয়ায় স্ত্রী সুস্মিতা মুখোপাধ্যায় (Susmita Mukhopadhyay) সাহার সাথে ছবি পোস্ট করলেন।
কয়েকদিন আগেই তাদের বিবাহের ৭ বছর পূর্ন হলো। তাকে দেখেই বোঝা যায় যে সেটের বাইরে তিনি আর পাঁচ জন সাধারণ মানুষের মতনই।
সৌরভ এবং সুস্মিতার ৩ বছরের একটি ছেলে আছে। বিবাহবার্ষিকীর পাশাপাশি ছেলের জন্মদিনও পালন করলেন তারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠরা। তবে শুধু বিবাহবার্ষিকী নয়, পালিত হল তাঁর ছেলের জন্মদিনও। সপরিবারে ধুমধাম করে চলল ডবল সেলিব্রেশন পর্ব।
পর্দায় গদাই ঠাকুরের ভূমিকায় সৌরভের অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা।চরিত্রের বাইরে পরিবারের সাথে সৌরভকে দেখে খুশি অনুরাগীরা।
রিয়েল লাইফে ঘোর সংসারী তিনি। মুহূর্তগুলো সম্পূর্ণ উপভোগ করেন। পরিবারই যে সব অভিনেতার কাছে তা প্রতিটা ছবিতে ধরা পড়ে। ছবির কমেন্টে বয়ে গিয়েছে অভিনেতার ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা।