

অনির্বাণের বিয়ে, খবর প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়া অনুরাগীদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতন। অবশেষে হালকা শীত মাখা শহরে বৃহষ্পতিবার বিয়েটা সেরেই ফেললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya)।পাত্রী, মধুরিমা গোস্বামী (Madhurima Goswami)।
অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharyya) মতন তিনিও নাট্যশিল্পী।পদ্মশ্রী প্রাপ্ত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামীর (Niranjan Goswami) কন্যা মধুরিমার ছোটবেলা থেকেই সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা।
অনির্বাণের উত্থান মূলত থিয়েটার জগৎ থেকে। ফিল্মে চুটিয়ে কাজ করলেও থিয়েটারের সাথে সম্পর্ক ভাঙেননি অভিনেতা। সেই থিয়েটার জগৎ থেকেই তার আলাপ মধুরিমা গোস্বামীর (Madhurima Goswami) সাথে।নাটক ও থিয়েটারের পাশাপাশি রাজনীতি নিয়েও সচেতন মধুরিমা।
অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharyya) সাথে একসাথে বহু নাটক পরিচালনা করেছেন মধুরিমা গোস্বামী (Madhurima Goswami)।নাটক নিয়েই পড়াশোনা তার। সেখান থেকেই দুজন দুজনকে চেনা।
বহুদিনের বন্ধুত্ব, প্রেমের পরে অবশেষে বৃহষ্পতিবার সামাজিক রীতি মেনে এবং আইনি ভাবে কাগজ কলমে বিয়েটা সেরে ফেললেন তারা। এইদিন সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে তাদের বিয়ের আয়োজন করা হয়।
এই বিশেষ দিনে দুজনেই মানানসই লাল পোশাকে ধরা দেন। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya) এইদিন একটি লাল প্রিন্টেড পাঞ্জাবি এবং ধুতি পড়েছিলেন এবং কণে মধুরিমা ধরা দিয়েছিলেন লাল শাড়িতে।তবে বিয়ের অনুষ্ঠানে বা তাদের সাজ জাঁকজমক দেখা যায়নি। হালকা সাজ এবং হালকা গয়নাতেই বিয়ের দিন দেখা গেল মধুরিমাকে।
মাথায় সিঁদুর পড়ে অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharyya) পাশে দাড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন মধুরিমা।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের মালাবদলের ভিডিওও।ইতিমধ্যেই তাদের বিয়ের ফটো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নব দম্পতিকে আশীর্বাদ এবং অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।নবদম্পতিকে নতুন সংসারের শুভেচ্ছা
জানাচ্ছেন সবাই।
View this post on Instagram