মাদককান্ডে নতুন মোড়, আরিয়ানের পর মাদক মামলায় নাম জড়ালো অনন্যা পান্ডের

শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) নাম মাদক মামলায় জড়ানোর পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে বলিউড। এবার সেই মামলার তদন্তে নেমে মাদকের সঙ্গে জড়িত আরেক স্টার কিডের হদিশ পেল এনসিবি। তিনি চ্যাঙ্কি পান্ডে কন্যা তথা বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে (Ananya Pandey)। আরিয়ানের মাদক মামলার তদন্ত করতে গিয়ে উঠে এসেছে অনন্যার নাম। তাই এবার এনসিবির দপ্তরে ডাক পড়লো অনন্যার।

প্রসঙ্গত, অনন্যা পান্ডে শাহরুখকন্যা সুহানা এবং শাহরুখপুত্র আরিয়ানের বেশ ভালো বান্ধবী। বিশেষত তিনি নাকি সুহানা খানের ‘বেস্ট ফ্রেন্ড’ বলেই জানা যায়। মাদক কারেন্টে অভিযুক্তদের একজনের হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা করতে গিয়েই উঠে আসে অনন্যার নাম। তাই এবার তদন্তের স্বার্থে বৃহস্পতিবার দুপুরে এনসিবির দপ্তরে ডাক পড়ে অনন্যা পান্ডের।

মাদক মামলায় জড়িতদের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখতে গিয়ে কেন্দ্রীয় নারকটিকস কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা অনন্যার নাম পেয়েছেন। তাই অনন্যকে জরুরি তলব করে পাঠান তারা। অনন্যার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এনসিবির তরফের একদল পর্যবেক্ষক। এছাড়াও শাহরুখ খানের বাড়ি মান্নাতেও এনসিবির আরেকটি দল পৌঁছে গিয়েছে বলেই খবর।

বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ অনন্যাকে এনসিবির দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর তরফ থেকে। ইতিমধ্যেই অনন্যার ফোন বাজেয়াপ্ত করে ফেলেছে এনসিবি। মাদক মামলায় আরিয়ানের নাম জড়ানোতে এমনিতেই বলিউডের শোরগোল পড়ে গিয়েছে। এবার অনন্যাকে তলব করে পাঠানোতে স্বভাবতই জল্পনার আগুনে ঘৃতাহুতি পড়লো।

এদিকে বৃহস্পতিবারই ছেলের সঙ্গে দেখা করার জন্য মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়ে পৌঁছেছিলেন শাহরুখ খান। ধূসর রঙের টি-শার্ট, ডেনিম কাপড়ের ট্রাউজার্স, চোখে রোদ চশমা আর কালো মাস্কে মুখ ঢেকে জেলের প্রধান ফটক দিয়েই জেলের অন্দরে প্রবেশ করেন শাহরুখ। তার সঙ্গে ছিল আইনজীবিদের একটি দল। টানা ১৫ মিনিট জেলের ভেতরে ছেলের সঙ্গে কথা বলেন শাহরুখ। এরপর তিনি বেরিয়ে আসেন। মিডিয়ার প্রশ্নের কোনও উত্তর না দিয়েই নিজের গাড়িতে ওঠেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

গত বুধবার মুম্বাইয়ের স্পেশাল কোর্টে আরিয়ানের শুনানি ছিল। সেখানে জামিনের আবেদন করা হয়েছিল আরিয়ানের আইনজীবীর তরফ থেকে। তবে সেই আবেদন নাকচ করে দেয় আদালত। এই নিয়ে বারংবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে। আরিয়ানের আইনজীবীর সতীশ মানশিন্ডে এবং সিনিয়র কাউন্সেল অমিত দেশাই মুম্বাই হাইকোর্টের বিচারপতি নিতিন সাম্ব্রের কাছে আরিয়ানের জামিনের আবেদন জানিয়েছেন। আগামী ২৬ শে অক্টোবর সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।