প্রতিবেশীর কুনজর এড়াতে বাড়িতে লাগান এই ৪টি গাছ, সংসারে উথলে পড়বে সুখ-সমৃদ্ধি

সংসারে উথলে পড়বে সুখ-সমৃদ্ধি, প্রতিবেশীর কুনজর এড়াতে বাড়িতে লাগান এই ৪টি গাছ

According To Vastu These 4 Indore Trees That Will Save You From Neighbours Jealousy

বাড়িতে হরেক রকম গাছ লাগিয়ে প্রকৃতি সংস্পর্শে থাকার ইচ্ছেটা অনেকেই মনে মনে পোষণ করেন। তাই তো বাড়িতে সামান্য জমি থাকলে বাগান তৈরি করে ফেলেন তারা। প্রকৃতিপ্রেমী মানুষেরা বাড়ির ছাদ এবং বারান্দাকে গাছ লাগানোর জায়গা হিসেবে বেছে নেন। গাছের পরিচর্যার শখ মনের অবসাদ দূর করে। তবে জানেন কি বেশ কিছু গাছ বাড়িতে লাগালে প্রতিবেশীর কুনজর (4 Indore Plants Can Save You From Neighbours Jealousy) থেকে বাঁচাতে পারে?

অনেক সময় দেখা যায় কোনও কারণ ছাড়াই পরিবারে নিত্য অশান্তি লেগেই আছে। কখনও কখনও আবার দেখা যায় যেকোনও কাজ হতে হতেও সফলতার দোরগোড়ায় এসে থমকে আছে। অনেকেই মনে করেন প্রতিবেশীদের কুনজরেই এমনটা ঘটছে বারবার। আজকের এই প্রতিবেদনে এমন কিছু গাছের সন্ধান রইল যেগুলো বাস্তুশাস্ত্র মতে কুনজর থেকে রক্ষা করে।

money plant

মানিপ্লান্ট (Money Plant) : মানিপ্লান্ট হল এমন এক ধরনের কাজ যেটা প্রায় সকলেই বাড়িতে রেখে থাকেন। কেউ কেউ শুধু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গাছ লাগান। কেউ আবার বাস্তুশাস্ত্রে বিশ্বাস করে ঘরে এই গাছ এনে রাখেন যাতে অর্থের অভাব কখনও না হয়। মানিপ্লান্ট শত্রুর দমন করে। ঘরের ভেতর এটি রাখলে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে পজেটিভ এনার্জি বয়ে আনে।

জুঁই গাছ (Jasmine Tree) : জুঁই ফুলের গন্ধ মন ভালো করে দেয়। অনেকের বাড়িতেই এই গাছটি দেখতে পাওয়া যায়। প্রধানত শ্বেতশুভ্র জুঁই ফুলের সৌন্দর্য এবং সুগন্ধ মন মাতিয়ে দেয়। বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ি রক্ষা করে। বাইরের কুনজর থেকে বাড়ি এবং বাড়ির সদস্যদের রক্ষা করতে সহায়তা করে এই গাছটি।

arabian jasmine

বেল ফুলের গাছ (Arabian Jasmine) : বেল ফুলের গাছও জুঁই ফুলের মতই কাজ করে। এটিরও সুগন্ধ মন ভাল রাখে। তবে এই গাছের বাস্তুগুণ অনেক বেশি। প্রতিবেশীদের কুনজর থেকে রক্ষা পেতে হলে বেল বা জুঁই ফুলের গাছ বাড়ির দক্ষিণ দিকে লাগাতে হয়।

tulshi tree

তুলসী গাছ (Tulsi Tree) : তুলসী গাছ প্রতি ঘরে ঘরেই থাকে। হিন্দু শাস্ত্র মতে তুলসীকে দেবতা জ্ঞানে পূজা করা হয়। বাড়ির সামনে বা বাড়ির আশেপাশে তুলসী মঞ্চ স্থাপন করে তার উপর তুলসী গাছ লাগাতে হয়। বাড়িতে সেরকম জায়গা না থাকলে বাড়ির বারান্দাতেও ছোট তুলসীর মঞ্চ কিনে প্রতিষ্ঠা করা যেতে পারে।