আচার্য চাণক্য নীতি (Chanakaya Niti) তার নীতিশাস্ত্রে জীবনের সঙ্গে সম্পর্কিত প্রতিটি বিষয়ে খোলাখুলিভাবে তার মতামত প্রকাশ করেছেন। চাণক্যের কথা আজও মানুষকে অনেক সমস্যা থেকে বাঁচায়। চাণক্য তার নীতিশাস্ত্রে শুধু ব্যবসা সংক্রান্ত শিক্ষাই দেননি, জীবনের সঙ্গে সম্পর্কিত অনেক বড় শিক্ষাও দিয়েছেন। যেমন তিনি তার নীতিশাস্ত্রে এটাও জানিয়েছেন যে কী ধরনের ছেলে পছন্দ করেন মেয়েরা। চলুন জেনে নিই মেয়েরা কেমন ছেলে পছন্দ করেন।
সততা : চাণক্য নীতি অনুযায়ী যে পুরুষরা সৎ হন তারা নিজের স্ত্রী বা প্রেমিকার কাছ থেকে কিছু লুকিয়ে যান না। এরা অত্যন্ত শান্ত স্বভাবের হন। এমন পুরুষদের মহিলারা পছন্দ করেন। এমন সৎ পুরুষের সঙ্গে নিজের সম্পর্ক টিকিয়ে রাখতে অধিক আগ্রহী থাকেন মহিলার।
ভাল শ্রোতা : সমস্ত মহিলাই কামনা করেন যে, স্বামী যেন তাঁদের কথা শান্তিতে শোনেন ও তাদের মতামতকে গুরুত্ব দেন। জীবনসঙ্গী যখন তাদের ছোটখাটো কথাকেও মন দিয়ে শোনেন, তখন তা মহিলাদের খুবই ভালো লাগে। এমন পুরুষকে সহজেই ভালোবেসে ফেলেন মহিলারা।
ভাল আচরণ : চাণক্য বলেছেন যে, মহিলারা যখনই নিজের জীবনসঙ্গী নির্বাচন করেন, তখন তাদের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে বেশি আন্তরিক সৌন্দর্যকে গুরুত্ব দেন। পুরুষের স্বচ্ছ মন তাদের আকৃষ্ট করে। আবার যাদের ব্যক্তিত্ব উৎকৃষ্ট, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে সেই রকমই পুরুষ পছন্দ করেন মহিলারা।
আরও পড়ুন : চাণক্যমতে এমন মেয়েদের বিয়ে করা সৌভাগ্যের ব্যাপার! বিয়ের পর খুলে যায় স্বামীর ভাগ্য
আত্মসম্মানের যত্ন : চাণক্য মতে, মহিলারা এমন পুরুষ কামনা করেন যারা নিজের সঙ্গীকে পূর্ণ স্বাধীনতা দেন ও এবং আত্মসম্মানের গুরুত্ব দেন। এমন স্বভাবের পুরুষদের মহিলারা বিশেষ ভাবে পছন্দ করেন। মহিলারা সব সময় এমন পুরুষের সঙ্গে থাকতে চান, যাতে তারা নিজের পরিচিতি না-হারিয়ে ফেলেন।
আরও পড়ুন : দুর্ভাগ্য পিছু ছাড়বে না, পথের ভিখারী করে ছাড়বে! চাণক্যমতে কখনও করবেন না যে কাজগুলো
আরও পড়ুন : চাণক্য মতে মা লক্ষীকে ঘরে রাখতে মেনে চলুন এই নীতি
নিরাপত্তা : আবার যে পুরুষরা মহিলাদের নিরাপত্তা প্রদান করেন, তাদের সমস্ত প্রয়োজনীয়তার যত্ন নেন, তাদের খুব ভালোবাসেন মহিলারা। মহিলাদের সমস্ত নির্ণয়ে সমর্থন জানালে, তাদের পাশে থাকলে, সেই পুরুষকে মাথায় করে রাখেন মেয়েরা।
আরও পড়ুন : আপনার নাকের গড়ন অনুযায়ী মিলিয়ে নিন আপনার ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ